কেমন হলো কঙ্গনার 'ধাকড়'

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

বিনোদন ডেস্ক
অনেকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত অভিনীত ধাকড়। কিন্তু মুক্তির আগে সিনেমাটি গর্জেছে যত, মুক্তির পর বর্ষেনি তত। কখনো উড়িয়ে আসছেন। কখনো হামগুড়ি দিচ্ছেন, কখনো আবার পা ঘুরিয়ে আকাশ ছোঁয়া লাফ! মুখে নানাবিধ মারকাটারি আওয়াজ। কঙ্গনা এলেন, মারপিট করলেন, কিন্তু গল্প থেমেই থাকল! আড়াই ঘণ্টা জুড়ে সিনেপর্দায় ভালো-খারাপের লড়াই। আর বারবারই একই সংলাপ, 'জিসম সে রুহ অলগ করনা বিজনেস হ্যায় মেরি'। পরিচালক রজনিশ রাজি ঘাইয়ের 'ধাকড়' ছবির মূল কথা এটাই। অর্থাৎ কঙ্গনার এই সংলাপই ছবির পুরো গল্পটা বলে দেয়। তবে পরিচালক একটা টুইস্ট রেখেছেন বটে। কিন্তু অতিরিক্ত মারপিটের চোটে সেই টুইস্টও দুর্বল। কেমন হলো ধাকড়? ছবির গল্পে দেথা যায় রুদ্রভীরের (অর্জুন রামপাল) বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড়করার দায়িত্ব দেওয়া হয় স্পেশাল এজেন্ট অগ্নিকে (কঙ্গনা)। কিন্তু সেই তথ্য জোগাড় করতে গিয়েই সামনে আসে এমন এক তথ্য, যা জানতে পেরে গোটা কর্মকান্ডটাই বদলে যায়। আর সেখান থেকেই শুরু হয় এজেন্ট অগ্নির আসল লড়াই। মোটামুটি এমন এক গল্পকেই 'ধাকড়' ছবিতে এগিয়ে নিয়ে গিয়েছেন পরিচালক। তবে ছবির গল্পকে কম গুরুত্ব দিয়ে, একের পর এক ফ্রেমে কঙ্গনার নানা কায়দার মারপিটকেই বেশি হাইলাইট করেছেন। আর এখানেই ছবি দুর্বল হয়ে পড়ে। 'ধাকড়' একেবারেই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। কিন্তু সমস্যা হলো, এই ছবিতে থ্রিলারের ছিটেফোঁটাও নেই। ছবির শুরু থেকে শেষ শুধুই অ্যাকশন আর অ্যাকশন। অভিনয়ের দিক থেকে সবার আগে নাম নিতে হয় অভিনেত্রী দিব্যা দত্তর। অভিনয়ে সবাইকে তিনি একেবারে টেক্কা দিয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায়ও তার চরিত্রে যথাযথ। অর্জুন রামপালও মাফিয়া চরিত্রে বেশ মানানসই। কঙ্গনা রানাউত এই ছবির জন্য যে খুবই পরিশ্রম করেছেন, তা স্পষ্ট ছবিজুড়ে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে কঙ্গনা প্রমাণ করেছেন, তিনি অন্যান্য নায়িকাদের থেকে একেবারেই আলাদা। এই ছবির অ্যাকশন ডিরেক্টরও ছিলেন বেশ ভালো। তবে এত কিছু থাকার পরও এই ছবি কিন্তু আগ্রহকে ধরে রাখতে পারে না। তার একমাত্র কারণই হলো দুর্বল চিত্রনাট্য। অত্যধিক অ্যাকশন এই ছবির গল্পকে এগোতে বাধা দেয়। ফলে ছবি এগিয়ে চললেও, গল্প এক জায়গাতেই থেমে থাকে।