আর নয় চলচ্চিত্রে অভিনয়

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
নূসরাত জাহান ডায়না
খিঁজির হায়াতের ‘জাগো’ ছিল নূসরাত জাহান ডায়না অভিনীত প্রথম সিনেমা। ছবিটি সুধী মহলে প্রশংসিত হওয়ার পর নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তাকে নিয়ে নিমার্ণ করেন ‘গরিলা’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রটিও দশর্কমহলে আলোচনার সৃষ্টি করে। কিন্তু শুরুটা ভালো হলেও এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা মেলেনি তার। কেন? এমন প্রশ্নের জবাবে ডায়না বলেন, ‘সত্যি বলতে কী, গেরিলা মুক্তির পর পরিবার থেকেই আমাকে আর সিনেমা করতে দেয়া হয়নি। আমিও পরিবারের বাধার মুখে সিনেমায় অভিনয় করতে চাইনি। যে কারণে সে সময় আমি নাটকেই অভিনয় করেছি।’ কিন্তু দশর্কতো এখনো আপনাকে সিনেমাতে অভিনয়ে দেখতে চায়, কোনো পরিকল্পনা আছে কী? ডায়না বলেন, ‘না সিনেমা করা নিয়ে আপাতত আর কোনো পরিকল্পনা নেই আমার।’ এরই মধ্যে ডায়না ‘সেই পথে’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এটি রচনা ও পরিচালনা করেছেন মেজবাহ শিকদার। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এই নাটকে ডায়নার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ডায়না জানান ‘সেই পথে’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ডায়না ২০১৫ সালে ‘নয়নমণি কালচারাল অ্যাওয়াডর্’র আওতায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।