বিরতি ১০ বছর

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
এটিএম শামুসজ্জামান
১০ বছর আগে ২০০৮ সালে এটিএম শামুসজ্জামান পরিচালনা করেছিলেন ‘এবাদত’ নামের একটি সিনেমা। এটি তার নিদেির্শত প্রথম সিনেমা। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, প্রবীরমিত্র, ডলি জহুর, আনিস’সহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালে। এরপর দীঘর্ ১০ বছর অভিনয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। তবে নিদের্শনায় আবারও যে আসবেন তিনি, তার পরিকল্পনা থেকেও দূরে সরে যাননি। বছরের শেষপ্রান্তে এসে এটিএম শামসুজ্জামান জানান, তিনি নতুন আরেকটি সিনেমা নিমার্ণ করতে যাচ্ছেন। যথারীতি সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তার নিজেরই। এবার যে সিনেমাটি তিনি নিমার্ণ করতে যাচ্ছেন তার নাম দিয়েছেন ‘এখন বলা যায়’। এটিএম শামসুজ্জামান বলেন, ‘নতুন চলচ্চিত্র নিয়ে আমি দীঘির্দন ধরেই ভাবছি। যেহেতু আমার লেখালেখির অভ্যাস আছে অনেক আগে থেকেই, তাই নিজের সিনেমার গল্প, চিত্রনাট্য আমি করব ঠিক আগেরটারই মতো। ‘এখন বলা যায়’ হবে জীবনের গল্প। আমাদের জীবনের অনেক না বলা কথা উঠে আসবে ‘এখন বলা যায়’ গল্পে। আমি জীবনের যে পযাের্য় এসে পৌঁছেছি, তাতে করে এখন বলা যায় সিনেমার মধ্যদিয়ে অনেক কিছুই উঠে আসবে। এখন বলা যায় হবে আমার জীবনের না বলা অনেক কথার গল্পের সিনেমা। এই সিনেমা আমার স্বপ্নের সিনেমা। আমি অনেক স্বপ্ন নিয়েই এই সিনেমা নিমাের্ণ এগিয়ে এসেছি।’ তিনি জানান, আগামী বছর ‘এখন বলা যায়’ সিনেমার শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কারা প্রযোজনা করবেন, অভিনয় করবেন, অভিনয় শিল্পী কারা থাকবেনÑ এ বিষয়ে আপাতত কিছু জানাতে রাজি নন তিনি। এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘একজন শিল্পী নিদির্ষ্ট একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি যেকোনো দেশের আহŸানে সাড়া দিয়ে অভিনয় করতে পারেন। তাই আমার সিনেমাতে কারা থাকবেন সেটাও একটা চমক থাকবে দশের্কর জন্য।’