সা ক্ষা ৎ কা র

অভিনয় নিয়মিতই করতে চাই

আরজুমান্দ আরা বকুল- একই সঙ্গে অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। এক সময় নিয়মিত অভিনয় করলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। তবে বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত এই কণ্ঠশিল্পী নিয়মিত গান করে যাচ্ছেন। সম্প্রতি বিটিভির জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান, অভিনয় ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে

প্রকাশ | ১০ জুন ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
আরজুমান্দ আরা বকুল
অভিনয়ে অনিয়মিত... অভিনয়তো নিয়মিতই করতে চাই। কিন্তু পছন্দসই তেমন কাজের ডাক পাই না। আর এখন শুনেছি গ্রম্নপ মেইনটেইন করতে হয়। এই গ্রম্নপ মেইনটেইন করাটা তো আসলে শিখিনি। কাজটাই শিখেছি। কেউ যদি গল্পের প্রয়োজনে আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়, আমি তা করার চেষ্টা করি। আর এখন অভিনয়ে আগের চেয়ে কাজও কমে গেছে। পার্শ্বচরিত্র... এক সময় নাটক-চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের খুব গুরুত্ব ছিল। গল্পের অনেকটা জায়গা জুড়ে থাকত তাদের অভিনয়। ভালো ভালো অভিনয়শিল্পীরা পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা পেতেন। এখন নায়ক-নায়িকা নির্ভর হয়ে গেছে নাটক-চলচ্চিত্র। মা, খালা, ফুপু, ভাবী, বড় বোন চরিত্রগুলো ক্রমেই গল্প থেকে হারিয়ে যাচ্ছে। মূল্যায়ন নেই প্রবীণ শিল্পীদের... আমাদের দেশে প্রবীণ শিল্পীদের সঠিক মূল্যায়ন করা হয় না। মানুষ যখন আরও পাকাপোক্ত হয় বয়স বাড়ে তখন কিন্তু তার পদোন্নতি হয়। কিন্তু আমাদের দেশের শিল্পীদের বয়স বাড়লে তার পদের অবনতি হয়। বসিয়ে রাখা হয়। কাজ পান না। এটা ঠিক না। সর্বশেষ লাইট-ক্যামেরায়... সর্বশেষ আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ 'সাবরিনা'তে কাজ করেছি। গল্পটা খুব ভালো ছিল। সমাজে নারী যে পেশায় থাকুক না কেন তাদের কিছু কমন গল্প রয়েছে। আর তা হচ্ছে নানাভাবে নিগৃহীত হওয়া, না পাওয়ার গল্প। এসব নারীর গল্প নিয়েই 'সাবরিনা'। কাজটি করেও ভালো লেগেছে। মঞ্চে... মঞ্চ দিয়েই আমার অভিনয় শুরু। মঞ্চে প্রথম অভিনয় করেছিলাম মাহবুবা বেগম হেনা নির্দেশিত 'শেষ রাতের গল্প'। আগামী ১২ জুন 'পালাকার' নাট্যদলের আশিকুর রহমানের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করব। গানের ব্যস্ততা... অভিনয়ে ব্যস্ততা কমে যাওয়া আগের চেয়ে গানের দিকে মনোযোগটা বাড়িয়ে দিয়েছি। বিটিভি ও বেতারে নিয়মিত গাইবার চেষ্টা করছি। প্রায় ৭ বছর পর সেদিন বিটিভির গানের ডাক পেলেও বেতারে নিয়মিত গান করছি। সেই সঙ্গে বিভিন্ন গ্রম্নপের আহ্বানে লাইভও করছি। নিজেকে যতটা কাজে ব্যস্ত রাখা যায় সেই চেষ্টাই করছি। গান, অভিনয় যেটাই হোক সময়কে কাজে লাগাতে চাই। বসে থাকা আমার পছন্দ না। গানে স্বাচ্ছন্দ্য... প্রায় সব ধরনের গানই আমি শুনি। বিভিন্ন ধারার গানের সঙ্গে থাকলেও সাধারণত প্রাচীন লোকগীতি গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। মডার্ন ফোক গাইতে ভালো লাগে না।