‘চার দেয়ালের বাইরে’ চম্পা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
চম্পা
চলচ্চিত্রের পাশাপাশি এখন নিয়মিত ছোট পদার্য় অভিনয় করছেন চিত্রনায়িকা চম্পা। বিশেষ দিবসের নাটক ছাড়াও অভিনয় করছেন ধারাবাহিক নাটকে। তার নতুন ধারাবাহিক নাটক ‘চার দেয়ালের বাইরে’। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। এতে একজন শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন চম্পা। নাটকটির গল্পে নিজের ব্যক্তিগত জীবন, মেয়ের সাংসারিক দ্ব›দ্ব এবং ব্যবসায়িক নানা সমস্যার মুখোমুখি হন তিনি। নাটকটি প্রসঙ্গে চম্পা বলেন, ‘এতে অভিজাত শ্রেণির মানুষের জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কাজটি করে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। গল্পের ভিন্নতা এবং নিমাের্ণ আধুনিকতার ছোঁয়া থাকায় নাটকটি দশর্কদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস’। নিমার্তা রিদম খান শাহীন বলেন, ‘এর আগে ৭৬টি খÐ নাটক নিমার্ণ করেছি। ‘চার দেয়ালের বাইরে’ আমার প্রথম ধারাবাহিক। দশর্কদের ভিন্ন স্বাদ দিতেই এটি নিমার্ণ করেছি’। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন জিতু আহসান, অহনা, লুৎফর রহমান জজর্, হীরা, সাবেরি আলম, আল মামুন, সায়কা আহমেদ, তোফা হাসান ও শিশুশিল্পী মায়শারাসহ অনেকে। ২২ ডিসেম্বর থেকে ‘চার দেয়ালের বাইরে’ এশিয়ান টিভিতে প্রতি শনিবার ও রোববার সন্ধ্যা ৭টায় প্রচার হবে।