লস-অ্যাঞ্জেলসে সম্মাননায় তিন তারকা

প্রকাশ | ২৭ জুন ২০২২, ০০:০০

বিনোদন রিপোর্ট
নাদিয়া আহমেদ, চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশী
যুক্তরাষ্ট্রের লস-অ্যাঞ্জেলসে প্রবাসী বাঙালিদের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শক মাতালেন টেলিভিশন নাটকের তিন তারকা চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী ও নাদিয়া আহমেদ। সেই সঙ্গে তারা অর্জন করেন এক বিশেষ সম্মাননা। এই আসর বসেছিল শনিবার লস-অ্যাঞ্জেলসের একটি মাঠে। প্রায় ১০ হাজার প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই অনুষ্ঠানে লস-অ্যাঞ্জেলস'র সিটি মেয়র অ্যারিক গিরসিটি'র কাছ থেকে অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী এবং নাদিয়া আহমেদ নাচে সম্মাননা গ্রহণ করেন। মুঠোফোনে চঞ্চল চৌধুরী বলেন, 'নিঃসন্দেহে এটি অনেক সম্মাননাজনক একটি স্বীকৃতি। দেশের বাইরে প্রবাসী বাঙালিদের নিমন্ত্রণে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে এবং সম্মাননা পেয়ে ভীষণ ভালো লাগল। আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।' শাহানাজু খুশী বলেন, 'বিদেশের মাটিতে দেশের সংস্কৃতি, আমার দেশ আমার ভালোবাসা। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আন্তরিক ভালোবাসা।' নাদিয়া আহমেদ বলেন, 'প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা পারফরম্যান্সের জন্য। নাচে বিশেষ অবদানের জন্য আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। দেশের বাইরে এই সম্মাননায় ভূষিত হওয়া অনেক গর্বের এবং ভালো লাগার। সেই সঙ্গে আরও অনেক গর্বের বিষয় হলো যে, এখানকার মেয়রের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেছি।' চঞ্চল চৌধুরী জানান, রোববার লস-অ্যাঞ্জেলসে একই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আবু হেনা রনি, বৃন্দাবন দাস রচিত 'মাটির টানে' নাটকটির মঞ্চায়নে অংশ নেন। এ ছাড়া নাদিয়াও একটি পারফম্যান্সে অংশ নেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তারা দেশে ফিরবেন বলে জান গেছে।