আর্থিক সংকটে অ্যাম্বার হার্ড

প্রকাশ | ২৭ জুন ২০২২, ০০:০০

বিনোদন ডেস্ক
সাবেক স্বামী জনি ডেপের কাছে মানহানি মামলায় পরাজয়ের পর একের পর এক নতুন সংবাদের শিরোনাম হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এ ছাড়া বর্তমানে প্রচন্ড অর্থসংকটে আছেন অভিনেত্রী। অনেকেই ধারণা করছেন, হলিউডের তার ক্যারিয়ার শেষ হতে চলেছে। তাই হয়ত খুব শিগগিরই লেখিকা হিসেবে পরিচিত হতে যাচ্ছেন 'অ্যাকুয়াম্যান' তারকা। 'টেল অল' নামের বইটি লেখার জন্য কয়েক মিলিয়ন ডলারের বিনিময় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এক সূত্রের বরাত দিয়ে ওকে ম্যাগাজিন জানিয়েছে, অ্যাম্বার হার্ডের ধারণা, হলিউডে তার ক্যারিয়ার খতম। ইতোমধ্যেই তিনি বই প্রকাশের ব্যাপারে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং এটি নিয়ে তিনি বেশ উত্তেজিত। এই মুহূর্তে তার কিছুই হারানোর নেই। তাই এই বইয়ে তিনি সবকিছু খুলে বলতে চান। এ ছাড়া বই প্রকাশের মাধ্যমে কিছু টাকা আয়ের চিন্তা তো আছেই! লেখক-আইনজীবী ড্রোর বাইকেল বলেন, যেহেতু হার্ড জানিয়ে দিয়েছেন, তিনি ডেপকে ক্ষতিপূরণের টাকা দিতে পারবেন না, তার ওপর তার ও ডেপের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বই লিখতে যাচ্ছেন; সে ক্ষেত্রে তাকে অবশ্যই অতি সাবধানী হতে হবে। কারণ, জনি ডেপের আইনজীবীরা এই বইয়ের সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন এবং তারা যদি দেখেন, অ্যাম্বার হার্ড সীমা লঙ্ঘন করেছেন, তাহলে আরও একটি মানহানি মামলায় ফাঁসতে পারেন এই মার্কিন অভিনেত্রী। উলেস্নখ্য, 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী অ্যাম্বার হার্ড। দীর্ঘ কয়েক বছর মামলাটি চলার পর গত ১ জুন জুরিবোর্ড ডেপের পক্ষে রায় দেন। তবে জুরিরা যদিও দুই পক্ষকেই দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু ডেপকে দেওয়ার জন্য ক্ষতিপূরণের অংকটা অনেক বেশি।