শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার 'রিকশা গার্ল' তানজিন তিশা

বিনোদন রিপোর্ট
  ২৮ জুন ২০২২, ০০:০০

'রিকশা গার্ল' শিরোনামে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা। বর্তমানে চলচ্চিত্রটি বিভিন্ন দেশের উৎসবগুলোতে প্রদর্শিত হচ্ছে। এতে নাম নাম ভূমিকায় অভিনয় করেছেন মঞ্চ ও টিভি অভিনেত্রী মোমেনা চৌধুরীর কন্যা নভেরা। চলচ্চিত্রের পর একই নামে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ একটি নাটক। আর এতে 'রিকশা গার্ল' চরিত্রে অভিনয় করছেন সময়ের ব্যস্ত টিভি অভিনেত্রী তানজিন তিশা। নাটকটি কোরবানির ঈদে আরটিভিতে প্রচারিত হবে। আহমেদ তাওকীরের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় 'রিকশা গার্ল' নাটকে তানজিন তিশার চরিত্রের নাম শিখা। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে।

নাটকটির গল্প ও নিজের চরিত্র নিয়ে তানজিন তিশা বলেন, শিখা এক সংগ্রামী নারীর নাম! এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংগ্রামের এক

\হসংসার। প্রতিদিন সে তার বোনকে স্কুলে নামিয়ে দিয়ে রিকশা নিয়ে কাজে যায়। তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। অন্যদিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখাকে প্রায়ই বিব্রত হতে হয়। সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে 'রিকশা গার্ল' নাটকের গল্প। আমার কাছে গল্পটা অসাধারণ মনে হয়েছে।

পাশাপাশি এই চরিত্রে অভিনয় করতে অন্যরকম অভিজ্ঞতারও সঞ্চার হয়েছে। ড্রেস-আপ, গেট-আপেও পরিবর্তন আনতে হয়েছে। আমার বিশ্বাস, দর্শক এই নাটকের মাধ্যমে পুরোপুরি অন্য এক তিশাকে

দেখতে পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে