আসামে বন্যার্তদের পাশে আমির খান

প্রকাশ | ৩০ জুন ২০২২, ০০:০০

ম বিনোদন ডেস্ক
বন্যায় আসামের বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। হারিয়েছে অসংখ্য মানুষ তাদের ঘর-সংসার। বন্যার পানিতে স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে আসামের অসংখ্য মানুষের। সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আসাম রাজ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ লাখের বেশি মানুষ। এরই মধ্যে প্রাথমিক হিসাব বলছে, এই বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এই বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে আসামে তৈরি হয়েছে ৭৫৯টি ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় ২ লাখের বেশি মানুষ। এছাড়াও, ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে। যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন বলিউডের তারকা অভিনেতা মি. পারফেকশনিস্ট আমির খান। এবারও প্রশস্ত করলেন তার সহায়তার হাত। দাঁড়ালেন বন্যায় বিপর্যস্ত আসামের পাশে সুপারস্টার আমির খান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় ২৫ লক্ষ টাকা দান করেছেন। আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তবে শুধুই আমির খান নন, এর আগে ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি। সেই তাদের নামের সঙ্গে যুক্ত হলো এবারে এই মি. পারফেকশনিস্টের দেশপ্রেম। আমির খানকে আগামীতে 'লাল সিং চাড্ডা' সিনেমায় দেখা যাবে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। অদ্বৈত চন্দন পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে এ বছরের ১৩ আগস্ট। সূত্র : ইন্ডিয়া ডটকম।