ঈদ ধারাবাহিকে স্বনামে চিত্রনায়িকা আঁচল

প্রকাশ | ৩০ জুন ২০২২, ০০:০০

ম বিনোদন রিপোর্ট
আঁচল
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় কাটছে চিত্রনায়িকা আঁচল আঁখির। আসন্ন ঈদের জন্য হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'বডিগার্ড'। রোববার থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এতে জনপ্রিয় এক চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করছেন আঁচল। তার চরিত্রের নামও আঁচল। আর চিত্রনায়ক অমিত হাসান অভিনয় করছেন একজন ব্যবসায়ীর চরিত্রে। গল্পের শুরুতে দেখা যাবে অমিত হাসান আঁচলের স্বামী। কিন্তু পরে দেখা যাবে মূলত আঁচলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন করে জয়লাভ করেন অমিত হাসান। নাটকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, 'বডিগার্ড' নাটকটির গল্প মূলত আমাকে ঘিরেই। বলা যায় পুরো নাটকে আমি বোবা চরিত্রে অভিনয় করি। কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে, আমি আশিক মূলত একজন ডিবি অফিসার। সবাই বিস্মিত হয় এবং শেষমেষ আঁচলের সঙ্গেই আমার মিল হয়। গল্পটি একটি থ্রিলারধর্মী রোমান্টিক গল্পের নাটক। এর আগে আমার বিপরীতে পপি, সিমলা, রত্না অভিনয় করেছেন। আঁচলও সেই ধারাবাহিকতায় এই নাটকে অভিনয় করছেন। আঁচল খুব ভালো অভিনেত্রী। তার চরিত্রে চমৎকার অভিনয় করেছে। আর অমিত ভাই, ডন- এক কথায় অনবদ্য। কারণ তারাতো আসলে দর্শক সমাদৃত অভিনেতা। তাই আমি বিশ্বাস করি আমাদের সবার সমন্বয়ে এই কাজটি দর্শক সাদরে গ্রহণ করবেন।'