সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
চুপিসারেই মুক্তি পেল ‘তুই শুধু আমার’ বিনোদন রিপোটর্ কোনো প্রচার-প্রচারণা ছাড়া ঘটা করে অনেকটা চুপিসারেই মুক্তি পেল চিত্রনায়িকা মাহিয়া মাহী অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। খেঁাজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার দেশের ১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক জয়দীপ মুখাজির্ ও বাংলাদেশের অনন্য মামুন। মাহীর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়ক ওম ও সোহম। ছবিটি প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এস কে মুভিজ। কোনো প্রচার ছাড়া হঠাৎ ছবিটি মুক্তি দেয়ার ব্যাপারে পরিচালক অনন্য মামুন বলেন, ‘আসলে আমরা কিছুদিন আগে ছবির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সামনে নিবার্চন। তাই দ্রæত ছবিটি মুক্তি দিলাম আমরা। এই ছবিটি গত অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে। সেখানে ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে। আমি মনে করি, দশর্ক সবসময় ভালো ছবি দেখতে চায়। এই ছবিও তারা গ্রহণ করবে। বিভিন্ন কারণে ছবিটি আমাদের দেশে সেন্সর পেতে সময় নেয়। আমি মনে করি, যারা নিয়ম নেমে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিমার্ণ করছেন, তাদের সরকারের সহযোগিতা প্রয়োজন। আমরা যদি ছবিটি দুই দেশে একসঙ্গে মুক্তি দিতে পারতাম, তাহলে আরো ভালো চলত।’ বছর শেষে মিমের চমক বিনোদন রিপোটর্ ‘সুপারস্টার’-এর পর এবার কলকাতার আরও একটা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম। আর এটাকেই বছরের শেষ চমক হিসেবে মন্তব্য করলেন তিনি। বতর্মানে মিম থাইল্যান্ডের ব্যাংককে একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেখান থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে মিম বলেন, সিনেমার নাম ‘থাই কারি’। এটি নিমার্ণ করছেন কলকাতার অঙ্কিত আদিত্য। তবে কলকাতার সিনেমা হলেও গল্পে বাংলাদেশকে আনা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ‘গ্রীনটাচ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’, ‘আদিত্য প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’। তিনি আরও বলেন, ‘থাই কারি সিনেমার শুটিং ব্যাংককে করছি। পুরো মাসই শুটিং হবে এখানে। এই সিনেমায় আমি মায়া চরিত্রে অভিনয় করছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। সিনেমার গল্পে বাংলাদেশের প্রেক্ষাপটকেও তুলে ধরা হচ্ছে। কারণ এটি কলকাতার সিনেমা হলেও মুক্তি পাবে দুই বাংলায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এই যে গোলাম সোহরাব দোদুল ভাইয়ের সাপলুডু সিনেমার কাজ যেদিন শেষ করলাম সেদিনই এই সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে। সব মিলিয়ে গল্প ভালো লাগায় কাজটি করছি। আমি খুব আশাবাদী এই সিনেমা নিয়ে।’ এফটিআইআই-এর নতুন চেয়ারম্যান বিজেন্দ্র পাল সিং বিনোদন ডেস্ক অনুপম খেরের ইস্তফা দেয়ার পর, ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (এফটিআইআই)-এর দায়িত্ব কঁাধে তুলে নিলেন পরিচালক-প্রযোজক বিজেন্দ্র পাল সিং। বিখ্যাত এই চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও গভনির্ং কাউন্সিলের চেয়ারম্যান নিবাির্চত হলেন তিনি। বৃহস্পতিবার টুইট করে বীজেন্দ্রর নাম ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নয়া পদে আরও ভালো কাজের জন্য মন্ত্রকের পক্ষ থেকে শুভেচ্ছাও জানানো হয় বীজেন্দ্রকে। দীঘির্দন ধরে এফটিআইআই-এর গভনির্ং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন বীজেন্দ্র পাল সিং। এবার বিখ্যাত এই প্রতিষ্ঠানের রাশ ধরলেন তিনি। গত অক্টোবর মাসেই এফটিআইআই-এর শীষর্পদ থেকে ইস্তফা দেন বলি অভিনেতা অনুপম খের। ইস্তফাপত্রে তিনি জানিয়েছিলেন, বিদেশে নাটকের কাজে ব্যস্ত থাকার দরুণ প্রতিষ্ঠানকে সময় দিতে পারছিলেন না। ফলে দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই এফটিআইআই-এর নয়া চেয়ারম্যানের খোঁজ করছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অবশেষে ভাইস চেয়ারম্যান বীজেন্দ্র পাল সিংকেই শীষর্পদে বসানোর সিদ্ধান্ত নেয়া হয় মন্ত্রকের তরফে।