শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুভ জন্মদিন জয়া আহসান

বিনোদন রিপোর্ট
  ০১ জুলাই ২০২২, ০০:০০

শুরু করেছিলেন নব্বই দশকে মডেলিংয়ের মাধ্যমে। সেখানে বাজিমাত করে নাম লেখান নাটক-টেলিছবির অভিনয়ে। এরপর আসেন সিনেমায়। পরের গল্পটা কেবলই সাফল্যের। একের পর এক চমক দেখিয়ে চলেছেন বৈচিত্র্যময় চরিত্রে। চলচ্চিত্র প্রযোজনা করেও আলোকিত হয়েছেন নানা পরিচয়ের এই তারকা। ঢাকার পাশাপাশি তার অভিনয়ের মায়ায় বাঁধা পড়েছেন কলকাতার সিনেমার দর্শকও। দুই বাংলার সফল অভিনেত্রী জয়া আহসানের আজ জন্মদিন ১ জুলাই। তবে তার এটি কততম জন্মদিন- তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উইকিপিডিয়ায় যে জন্ম তারিখ লেখা আছে, সেটাকে 'ভুল' মন্তব্য করে আসছেন তিনি। পাশাপাশি বয়স নিয়ে জয়ার বক্তব্যও বিশ্বাস করেন না দর্শক ও গণমাধ্যমকর্মীরা। তবে বয়স নিয়ে বিতর্ক থাকলেও জন্মদিনে প্রতি বছরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হন এই তারকা। শুধু বাংলাদেশই নয়, ভারতের পশ্চিমবঙ্গের দর্শক, নির্মাতা ও সহকর্মীরাও শুভেচ্ছার বাণীতে সয়লাব করে তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমকালো কোনো আয়োজন না থাকলেও প্রতি বছরই কাছের মানুষকে নিয়ে আনন্দঘন পরিবেশে বিশেষ এই দিনটি পালন করেন জয়া আহসান। বর্তমানে এই অভিনেত্রী ঢালিউডের চেয়ে টলিউডেই বেশি সময় কাটাচ্ছেন। গত ২৪ জুন সেখানে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা 'ঝরা পালক'। সিনেমায় জীবনানন্দের স্ত্রী লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত রয়েছেন। গেল কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে বিশেষ আসন দখল করে রেখেছেন জয়া আহসান। অভিনয় দক্ষতায় তিনি পৌঁছে গেছেন দুই বাংলার মানুষের হৃদয়ে। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ভারতের বড় বড় পুরস্কারও বগলদাবা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগেই টালিউডের 'বিনি সুতোয়' সিনেমার জন্য ভারতের মাটিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এছাড়াও একের পর এক পুরস্কার জিতে ভারী করেছেন অর্জনের ঝুলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে