স্থবির চিত্রপুরী, স্থগিত কাজকমর্

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আমজাদ হোসেন
শোকে স্তব্ধ দেশের সংস্কৃতি অঙ্গন। ক্রমশ যেন ভারী হয়ে আসছে চারপাশ। বিচিত্র এক নিস্তব্ধতা বিরাজ করছে এফডিসিতে। শোকে ভেজা চিত্রপুরী যেন নীরব, নিরেট হয়ে দঁাড়িয়ে আছে নিথর দেহে। বরেণ্য আমজাদ হোসেনের প্রস্থানে শোকে কাতর দেশের চলচ্চিত্র সংগঠনগুলোও। এরইমধ্যে তিন দিনের শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। পাশাপাশি স্থগিত করা হয়েছে সব চলচ্চিত্রের শুটিংসহ অন্যান্য অনেক কাযর্ক্রম। শুক্রবার বিএফডিসিতে চলছিল নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ ছবি দুটির শুটিং। আমজাদ হোসেনর মৃত্যু সংবাদ শোনার পর পরই তারা শুটিং বন্ধ করে দেন। শুধু তাই নয়, শিল্পী সমিতির কাযার্লয়ে উঠানো হয়েছে কালো পতাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘যদিও আমজাদ খান আমাদের সমিতির সদস্য নন। কিন্তু তিনি আমাদের পথপ্রদশর্ক। তার হাত ধরেই এদেশের অনেক শিল্পী আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। এই গুণীর মৃত্যু আমাদের জন্য বড় ধাক্কা। তাই আমরা তার প্রতি সম্মান জানিয়ে সব কাজ স্থগিত করেছি।’ আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পী সমিতি। সেটিও স্থগিত করা হয়েছে বলে জানান জায়েদ খান। চলচ্চিত্রকার আমজাদ হোসেন শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।