স া ক্ষ া ৎ ক া র

দেশের গানের পাশাপাশি ফোক গানও করব

এই প্রজন্মের গায়িকা ফাতেমা তুয যোহরা ঐশী। খুব অল্প সময়েই পরিচিতি পেয়েছেন গানের ভুবনে। সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। তারই ধারাবাহিকতায় এবার গাইতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে ...

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ফাতেমা তুয যোহরা ঐশী
গানে গানে ... পড়াশোনার পাশাপাশি গানও গেয়ে যাচ্ছি। বিভিন্ন স্টেজ শো ছাড়াও টিভি প্রোগ্রামগুলো করছি। মেডিকেলের শিক্ষাথীর্ হিসেবে পড়াশোনার চাপটা একটু বেশি। তাই সব প্রোগ্রামে অংশ নিচ্ছি না। মান বুঝে বেছে বেছে কিছু প্রোগ্রাম করি। এছাড়া কিছু নতুন গান করেছি। সেগুলো নতুন বছরে প্রকাশ পাবে। প্রথমবার অস্ট্রেলিয়া সফর ... প্রথমবারের মতো কনসাটর্ করতে অস্ট্রেলিয়া যাচ্ছি। এজন্য আমি খুবই উচ্ছ¡সিত। মহান বিজয় দিবস উপলক্ষে এ প্রোগ্রামের আয়োজন করছে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। প্রোগ্রামটি হবে ২২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বেলমোর স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ব। মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। প্রোগ্রাম শেষে দেশে ফিরব ২৩ ডিসেম্বর। ফোক-দেশাত্মবোধক ... ফোক গানই আমি বেশি করে থাকি। তবে ভিন্ন ঘরানার গানও গাওয়া হয়। অস্ট্রেলিয়ার কনসাটের্ দেশের গানের পাশাপাশি ফোক ঘরানার গানও করব। তবে সবকিছুই নিভর্র করবে শ্রোতাদের চাহিদানুযায়ী। স্টেজ মানেই তো দশর্ক-শ্রোতাদের আনন্দ দেয়া। স্টেজ শোর সাথর্কতা এখানেই। চেষ্টা করব দশর্ক-শ্রোতাদের চাহিদামতো ভালো কিছু পরিবেশনা উপহার দেয়ার। মুক্তিযুদ্ধের ভাবনা ... আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এটা একদিকে যেমন গবের্র, অন্যদিকে কষ্টের। কারণ বহু ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধ হচ্ছে একটা জাতিকে নিজের পায়ে দঁাড়ানোর গল্প। মুক্তিযুদ্ধ না দেখলেও বড়দের কাছ থেকে শুনে, বইয়ে পড়ে মুক্তিযুদ্ধ সম্পকের্ জানতে পেরেছি। এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।