সাংবাদিকদের মুখোমুখি ঐশী

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ঐশী
দেশে ফেরার পর শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবারের ‘মিস ওয়াল্ড- ২০১৮’ প্রতিযোগিতায় অংগ্রগহণকারী বাংলাদেশি প্রতিযোগী ঐশী। সেখানে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এবারের মিস ওয়াল্ডর্ প্রতিযোগিতার বাংলাদেশি আয়োজক অন্তর শোবিজ। এখানে ঐশীর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী। বিশ্ব সফরে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিকদের কাছে ঐশী বলেন, ‘আমার দুভার্গ্য যে মূল আসরে যাওয়ার আগে ভালো গ্রæমিং নিতে পারিনি। কারণ অনেকদিন হাসপাতালে ভতির্ ছিলাম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে। তাই নিজেকে তৈরি করার যতটা সময় প্রয়োজন ছিল সেটা পাইনি। আর মূল আসরে গিয়ে মনে হয়েছে আরও কিছু বিষয় নিজের সঙ্গে যুক্ত করে নিয়ে যাওয়া উচিত এইসব প্রতিযোগিতায়। সোশ্যাল ওয়াকর্সহ নানা বিষয়। সেগুলো নিয়ে স্বপন স্যার ও নাসরিন ম্যামের সঙ্গে আমার কথা হয়েছে। ঐশী জানান, পুরো আয়োজনটি আমার জন্য ছিল জীবনের শ্রেষ্ঠ অজর্ন। আমার আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করেছে। অভিজ্ঞতা থেকে বলছি, এবারের ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে চলতে পারলে খুব দ্রæতই আমরা বিশ্বসুন্দরীর মুকুট জিতে নিতে পারব। স্বপন চৌধুরী বলেন, ‘জানি খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করায় অনেক ভুলভ্রান্তি ছিল। তবে আমরা যে সবোর্চ্চ চেষ্টা করেছি দেশকে বিশ্বমানচিত্রে ভালোভাবে তুলে ধরার তার প্রমাণ ঐশী দিয়েছেন ফাইনালে জায়গা করে নিয়ে।