এবার ঋষী কৌশিকের সঙ্গে আঁচল

প্রকাশ | ০৫ জুলাই ২০২২, ০০:০০

ম বিনোদন রিপোর্ট
ছোট ও বড় পর্দা- দুই মাধ্যমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। এবার ঈদ উপলক্ষে বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার মধ্যে অন্যতম 'অবসরপ্রাপ্ত প্রেমিক' নামের একটি নাটক। ঈদে আরটিভিতে প্রচারিতব্য এই নাটকে কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষী কৌশিকের সঙ্গে জুটি বেঁধেছেন আঁচল। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এ নাটকটিতে অনিক চরিত্রে ঋষী কৌশিক এবং শীলা চরিত্রে দেখা যাবে আঁচলকে। নাটকের গল্প সম্পর্কে পরিচালক জানান, গল্পে দেখা যাবে অনিক এলাকার প্রেমিক। এ নিয়ে এলাকায় একটা না একটা গন্ডগোল বাধা রোজকার ঘটনা। কারণ অনিক যাদের প্রেমে পড়ে প্রপোজ করতে যায়, দেখা যায়, তারা কোনো না কোনোভাবে তার জন্য মিস ম্যাচ। এ নিয়ে এলাকার যুবসমাজের মিটিং বসে। কীভাবে অনিককে প্রেম করা থেকে বিরত রাখা যায়? তখন সিদ্ধান্ত হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করে অনিককে অবসরপ্রাপ্ত প্রেমিক পদক ও সম্মাননা দেওয়া হবে, তার উদ্দেশে মানপত্র পাঠ করা হবে এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। তাহলে অনিক আর কাউকে প্রেম নিবেদন করতে পারবে না। কারণ সে তো এখন অবসরপ্রাপ্ত প্রেমিক। সিদ্ধান্ত অনুযায়ী অনিককে বুঝিয়ে অনুষ্ঠানে আনা হয়। কিন্তু অনুষ্ঠানের উপস্থাপিকা ভার্সিটি পড়ুয়া শীলাকে দেখে অনিক ওয়াশরুমে যাওয়ার নাম করে পালিয়ে যায়। মানুষ বিয়ের মঞ্চ থেকে পালায় এমন উদাহরণ আছে। কিন্তু এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালায় তা কেউ ভাবতেই পারেনি। এদিকে শীলার জীবনে নেমে আসে অশান্তি। শীলাকে প্রেম নিবেদন করে বসে। শীলা বলে, তার বয়ফ্রেন্ড আছে। তাতেও দমবার পাত্র নয় অনিক। সুপার গস্নুর মতো শীলার পেছনে সে লেগেই থাকে। এভাবেই তাদের দ্বন্দ্ব আরও প্রকট হয় এবং নানামুখী নাটকীয়তার মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।