ফের পেছাল ‘রাত্রির যাত্রী’

আশাহত মৌসুমী

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মৌসুমী
আরেক দফা পিছিয়ে গেল মৌসুমী অভিনীত বহুল প্রতীক্ষিত রাত্রীর যাত্রী ছবিটি। আর ছবিটি পিছিয়ে যাওয়ায় অনেকটাই হতাশা প্রকাশ করেছেন মৌসুমী। কারণ, ছবিটির মুক্তির জন্য দীঘির্দন ধরেই অপেক্ষায় ছিলেন তিনি। এমনকি গত কয়েকমাস ধরে ব্যক্তিগতভাবে রাজধানী এবং রাজধানীর বাইরে প্রচারণা চালিয়ে আসছেন। এমনকি দেশের স্কুল-কলেজে গিয়েও শিক্ষাথীের্দরও তিনি ছবিটি দেখার জন্য বিশেষ অনুরোধ করেছেন। কথা ছিল গত ১৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে মৌসুমীর দুই ছবি। কিন্তু নিধাির্রত দিনে ‘পোস্টমাস্টার ৭১’ মুক্তি পেলেও মুক্তি মেলেনি তার ‘রাত্রির যাত্রী’ ছবিটি। খেঁাজ নিয়ে জানা গেছে, আশানুরূপ প্রেক্ষাগৃহ না পাওয়ায় ছবিটিকে মুক্তি দেয়া সম্ভব হয়নি। যদিও পরিচালক হাবিবুর রহমান হাবিব বলেন, নিবার্চন এবং বিজয় দিবসের জন্যই মুক্তি পিছিয়ে দিয়েছি। কারণ জাতি এখন নিবার্চন আর বিজয় উল্লাসে ব্যস্ত। এ কারণেই আমরা ছবিটি স্থগিত রেখে মুক্তির নতুন তারিখ ধাযর্ করেছি আগামী ১৫ ফেব্রæয়ারি। আশা করছি, নিধাির্রত দিনেই ছবিটি মুক্তি পাবে।’ পরিচালক এখন এমন কথা বললেও মুক্তির আগে বিজয় দিবসকে উপলক্ষ করেই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। মুক্তির দুই মাস আগে থেকেই ছবিটির প্রচারণা চালিয়ে আসছিল পরিচালক হাবিবের একটি বিশেষ টিম। দেশ এবং দেশের বাইরেও ব্যাপক প্রচারণা চালানো হয় ছবিটির। এছাড়া জেলায় জেলায়, পাড়া-মহল্লাতেও দফায় দফায় মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বেশ কয়েকবার পেছালো মৌসুমী এবং আনিসুর রহমান মিলন অভিনীত এ ছবিটি। ‘রাত্রির যাত্রী’ ছবিতে মৌসুমী ও আনিসুর রহমান মিলনছাড়া আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়। আর শুটিং শেষ হয় ২০১৬ সালে। এর আগে সবের্শষ গত কুরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু তখনই একই সমস্যার কারণে পিছিয়ে পড়ে রাত্রীর যাত্রী। এ কারণে ১৫ ফেব্রæয়ারিতেই ছবিটি মুক্তি পাবে কিনা- তা নিয়ে চলচ্চিত্রের অনেকেই সংশয় প্রকাশ করছেন। তাই প্রশ্ন উঠেছে কবে মিলবে রাত্রির যাত্রীর মুক্তি!