শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার গানেও নাঈম শাবনাজের মেয়ে

ম বিনোদন রিপোর্ট
  ০৭ জুলাই ২০২২, ০০:০০
মাহদিয়া ও নামিরা দুই বোন

বাংলাদেশি চলচ্চিত্রের সফল তারকা দম্পতি নাইম-শাবনাজ। তাদের দুই কন্যা নামিরা ও মাহদিয়া। ছোট মেয়ে মাহদিয়ার ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ। বিভিন্ন সময়ে তা জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাহদিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল দগধযফরুধয ঘধরস্থ-এ তার কাভার সং এবং বাবার সঙ্গে গাওয়া গানও প্রকাশিত হয়েছে। তবে এবার মাহদিয়া আসছে তার জীবনের প্রথম মৌলিক গান নিয়ে। গানের শিরোনাম 'দিনগুণে'। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানের শিরোনাম ঠিক করেছেন মাহদিয়ার বড় বোন নামিরা নাইম। গানের সার্বিক তত্ত্বাবধান এবং অনুপ্রেরণায় রয়েছেন মাহদিয়া ও নামিরার বাবা-মা নাইম-শাবনাজ। সংগীত পরিচালনায় আছেন ইউসুফ আহমেদ খান এবং সংগীতায়োজনে সাউন্ডহ্যাকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নামিরা নাইম, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় আছেন আবির স্বপ্নবাজ।

গানটি নিয়ে মাহদিয়া বলেন, ' আমি যে ধরনের গান করার কথা ভাবছিলাম ঠিক সেই ধরনেরই গান এটি। গানের কথা খুব সহজ সুন্দর এবং গানের সুরও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই এই গানটি করা। জীবনের প্রথম মৌলিক গান নিয়ে নিজের মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। সবার প্রতি গানটি শোনার জন্য বিনীত অনুরোধ রইল।'

নামিরা বলেন, 'ছোটবেলা থেকেই আসলে আমি ক্যামেরার পেছনে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। বাবা যখন নাটক নির্মাণ করতেন তখন আমি ক্যামেরার পেছনে বা মনিটরের সামনে বসে থাকতাম। সেখান থেকেই আসলে নির্মাণের প্রতি আমার আগ্রহ। নিজের বোনের প্রথম মৌলিক গান, ভালো লাগা থেকেই আসলে তার গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা, শুটিং লোকেশন ঠিক করা- সর্বোপরি সবই আমার করা। গানটির মধ্যে এক ধরনের তারুণ্য উদ্যমতা রয়েছে। আশা করি সবার ভালো লাগবে। আর বাবা-মায়ের আশীর্বাদতো রয়েছেই।'

বুধবার দুপুরের পর তার নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি ঝঢ়ড়ঃরভু, অঢ়ঢ়ষব গঁংরপ, অসধুড়হ গঁংরপ-পস্ন্যাটফরমেও গানটি প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে