সাক্ষাৎকার

আরও যতœবান হয়ে কাজ করা উচিত সবার

সিনিয়র অভিনেতা আজিজুল হাকিম। চলচ্চিত্র ও নাটকে বেশ দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন । যদিও বতর্মানে অভিনয়ের পাশাপাশি নিমাের্ণই বেশি সময় দিচ্ছেন তিনি। বতর্মান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আজিজুল হাকিম
চলমান ব্যস্ততা... অভিনয় তেমন একটা করা হয় না। বিশেষ দিনের কিছু নাটকে কাজ করি। গেল বিজয় দিবসের নাটকেও কাজ করেছি। এ ছাড়া প্রচার চলতি কয়েকটি ধারাবাহিকেও কাজ করছি। কথা চলছে, সামনে কিছু কাজ করব। নাটকের অতীত ও বতর্মান... স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে নাটকের চচার্, সাহিত্যের চচার্, সংস্কৃতির চচার্ ছিল, সেখানে একমাত্র নাটকই কিন্তু এগিয়েছিল। স্বাধীনতা পরবতীর্ একদল মানুষ যারা সংস্কৃতি নিয়ে ভাবেন তারা বিভিন্ন নাট্যদল গঠন করে নাট্যচচার্ শুরু করেন। ক্রমান্বয়ে ভালোই চলছিল সব। কিন্তু এরপর ছন্দ-পতন ঘটে। বতর্মানে প্রযুক্তির সহজলভ্যতা বাড়ছে। অস্থিরতাও রয়েছে। এর মধ্যে ভালো ভালো নাটকও হচ্ছে। তবে এখন সবার একটু যতœবান হয়ে কাজ করা উচিত বলে মনে করি। চরিত্রের নানা দিক... একটি চরিত্র বিশ্বাসযোগ্য করে তুলতে আথর্-সামাজিক রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ অতীব জরুরি। আর এটি করার প্রক্রিয়াটাও রপ্ত করতে হয় কোনো নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে। টিভি নাটকে আসার আগে মঞ্চের অভিজ্ঞতা দরকার আছে। তাতে করে অভিনয় সহজ হয়। চলচ্চিত্রে নেই... চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছি মুস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ এ। এরপর তৌকির আহমেদের ‘জয়যাত্রা’। দীঘর্ সময় পেরিয়ে প্রায় ১৪ বছর পর ‘পুত্র’ চলচ্চিত্র অভিনয় করেছি। আসলে ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে। বাণিজ্যিকধারার ছবিতে যখন আমার অভিনয় করার কথা, তখন সিনেমার খারাপ সময় ছিল। এখন যে ধরনের ছবি হচ্ছে আগ্রহ পাই না। তবে ভালো ছবি হলে প্রস্তাব এলে অবশ্যই কাজ করব। এখনকার চলচ্চিত্র... আমাদের দেশে এখন অনেক ভালো মানের সিনেমা নিমির্ত হচ্ছে। আমরা টেকনিক্যালি অনেক সমৃদ্ধ। আমাদের ছবি বিদেশ থেকে পুরস্কার জিতে আসছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। এভাবে চলতে থাকলে আমরা অনেক দূর যেতে পারব। চলচ্চিত্র নিয়ে বিশ্ব বাজারে মাথা উঁচু করে দঁাড়াতে পারব।