অঁাখি আলমগীরে মুগ্ধ কলকাতা

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
অঁাখি আলমগীর
চলতি বছরের শুরুতে কলকাতার যোদপুর পাকের্ অনুষ্ঠিত ‘উৎসব’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন অঁাখি আলমগীর। এর মধ্যে নানান কাজে কলকাতাও গিয়েছিলেন তিনি। তবে গত ১৪ ডিসেম্বর অঁাখি আলমগীর তার সংগীতজীবনের এক অন্যরকম মুহ‚তের্র মুখোমুখি হয়েছিলেন। সেদিনই প্রথম তিনি কলকাতার মাটিকে স্মরণকালের সংগীতসন্ধ্যা উপহার দিয়েছেন কলকাতার দশর্ক শ্রোতাদের। ১৮৮৭ সালে কলকাতায় প্রতিষ্ঠিত ‘দ্য ক্যালকাটা সুইমিং ক্লাব’ আয়োজিত সেই ক্লাবেরই আউটডোর পুলে বাংলাদেশের একজন লিডিং আটির্স্ট হিসেবে সংগীত পরিবেশন করার সুযোগ পান। সেদিন তিনি টানা আড়াই ঘণ্টা একা সেই আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। অঁাখি আলমগীর জানান, তিনি ‘বোকামন’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘লাগজা গালে’, ‘দামাদাম মাসকালান্দার’সহ আরও অনেক গান পরিবেশন করেন। অঁাখি আলমগীর বলেন,‘ যেহেতু এই ক্লাবটির প্রায় নব্বই ভাগই সদস্য নন বেঙ্গলি, তাই বাংলা গানের চেয়ে ভিনদেশি গান গাইতে হয়েছে আমাকে। উপস্থিত দশর্করা আমার গান প্রাণভরে উপভোগ করেছেন। একজন বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে কলকাতায় এমন একটি পুরনো ঐতিহ্যবাহী ক্লাবে ভিনদেশের দশের্কর সামনে গান গাইতে পারার মধ্যে অনেক গবর্ যেমন অনুভব করেছি, ঠিক তেমনি প্রতিটি গানে তাদের মধ্যে যে উল্লাস আনন্দ আমি লক্ষ্য করেছি তা একজন সংগীতশিল্পী হিসেবে আমাকে ভীষণ পুলকিত করেছে। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বিরাট এক অজর্ন। আমি আয়োজকদের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ করে দেয়ায়। আর সবার কাছে দোয়া চাই যেন আগামীতে এমন সংগীত সন্ধ্যা উপহার দিতে পারি।’ কলকাতায় অঁাখি আলমগীরের সঙ্গে যারা যন্ত্রশিল্পী হিসেবে তার পাশে থেকে তার সংগীতকে মুছর্নীয় করে তুলেছেন, তারা হলেন কীবোডের্ বাপ্পী, প্যাডে শাকিব, লডি গীটারে সামু, বেইজ গীটারে রানা এবং পারকেসনে উজ্জ্বল। সম্প্রতি আসিফ আকবরের সঙ্গে অঁাখি আলমগীরের ‘টিপটিপ বৃষ্টিতে’ গানটি শ্রোতা দশের্কর মধ্যে বেশ সাড়া ফেলেছে। খুব শিগগিরই নতুন একটি গান নিয়ে অঁাখি আলমগীর দশর্ক শ্রোতাদের মধ্যে হাজির হচ্ছেন। এরই মধ্যে নতুন গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন তিনি।