দুই বছর পর বাংলা সিরিয়ালে অঞ্জনা বসু

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
অঞ্জনা বসু
বাংলা সিরিয়ালে অঞ্জনা বসু অত্যন্ত পরিচিত এক নাম। ২০০৩ সালের একটি বাংলা সিরিয়াল তাকে বড় পরিচিতি দিয়েছিল। তারপর থেকেই অঞ্জনা বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। অনেক লড়াই করেই অবশ্য নিজের এই জায়গা করেছেন তিনি। তবে এখন আর সেসব ফিরে দেখতে চান না অভিনেত্রী। ব্যক্তিজীবন নিয়ে বেশি ব্যস্ত থাকায় অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। প্রায় দুই বছর পর বাংলা সিরিয়ালে ফিরছেন ভারতীয় এই অভিনেত্রী। স্টার জলসার ‘বিজয়িনী’ ধারাবাহিকের সুবণার্ রায় চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে এই চ্যানেলেই ‘বধূবরণ’ ধারাবাহিকে ছোট মা’র চরিত্রে তার অভিনয় সবার নজর কেড়েছিল। এবার তিনি অভিনয় করছেন এক নৃত্যশিক্ষিকার চরিত্রে। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি নিয়ে এক গৃহিণীর চরিত্রে দেখা যাবে তাকে। অঞ্জনা বললেন, ‘এই চরিত্রটাকে কেউ ভিলেন বলতেই পারেন। কিন্তু আমি এই চরিত্রকে ভিলেন বলতে রাজি নই। এটি আসলে দাম্ভিক, অহংকারী মানুষের চরিত্র। এই ধরনের মানুষদের চারিত্রিক দৃঢ়তার জন্য যে নেতিবাচক দিকটি ফুটে ওঠে, সুবণার্র চরিত্রেও সেটা রয়েছে। কিন্তু খলনায়িকা নয়। সুবণার্ অত্যন্ত কড়া ধঁাচের মানুষ।’ ব্যক্তি অঞ্জনাও কি এমন? ‘একদমই নয়। ব্যক্তি জীবনের সঙ্গে সুবণার্র কোনো মিল নেই। তুলনায় মিল বেশি ছিল ছোট মায়ের সঙ্গে’, বললেন অঞ্জনা। তার বক্তব্য, ‘জীবনে আমি কোনো কিছু পরিকল্পনা করে করি না। আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন। অন্যরকম। যেদিন যেমন আসে, সেদিন তেমনভাবে ভাবি। যদি কোনো অফার পাই, তারপর পরিবেশ-পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’