ক্ষুব্ধ লরেন্স

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
জেনিফার লরেন্স
যার জন্য বিশ্বজুড়ে আজ সোচ্চার, যার কারণে সৃষ্টি হয়েছিল ‘মি-টু’ আন্দোলন, যে আন্দোলনের দরুন জেলের ঘানি টানতে হচ্ছে যার, এবার সেই কিনা উল্টো অভিযোগ তুললেন হলিউডের নামকরা অভিনেত্রীর বিরুদ্ধে। যৌন নিপীড়নের মূল হোতা হলিউডের সেই ক্ষমতাবান প্রযোজক হাভির্ আদালতে বলেছেন, কেবল অভিনেত্রী জেনিফার লরেন্সের সঙ্গেই তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন, এমনকি তাকে অস্কার পেতেও সহায়তা করেছিলেন। তবে হাভির্র এমন দাবিকে তাৎক্ষণিক উড়িয়ে দিয়েছেন জেনিফার লরেন্স। এর আগে জোর করে যৌন সম্পকর্ স্থাপন এবং কথা অনুযায়ী কাজ না করলে ক্যারিয়ার ধ্বংস করে দেবেন, হাভির্ এমন হুমকি দিয়েছিলেন মমের্ অভিযোগ তুলেছিলেন জেনিফার। এদিকে আদালতকে দেয়া নথিতে হাভির্ উল্লেখ করে বলেছেন, ‘আমি জেনিফার লরেন্সের সঙ্গে বিছানায় গিয়েছি। দেখুন না, এখন সে কোথায়; সে কিন্তু অস্কারও জিতেছে।’ হাভির্র মুখ থেকে এমন প্রতিক্রিয়া বের হওয়ার পর যথারীতি ক্ষিপ্ত হয়েছেন জেনিফার। গত শুক্রবার তিনি অভিযোগটিকে প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছেন, আদৌ হাভির্র সঙ্গে কোনো যৌন সম্পকর্ স্থাপন করেননি তিনি। জেনিফার বলেন, ‘হাভির্ ওয়াইন্সটাইনের দ্বারা যেসব নারী ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের জন্য আমার হৃদয় ভেঙে গেছে।’ তিনি আরো বলেন, ‘তার সঙ্গে কাজের সম্পকের্র বাইরে আর কোনো সম্পকর্ নেই আমার। এটা তার আরো একটি শিকারের কৌশল এবং মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এতে প্রমাণ হয়, তিনি অসংখ্য নারীর সঙ্গে এমন প্রতারণা করেছেন।’ অভিযোগনামায় দেখা যায়, ২০১৩ সালে বাদীকে (জেনিফার লরেন্স) নিজের অফিস কক্ষে মিটিংয়ের সময় জোরাজুরি করেছেন হাভির্। এ সময় হাভির্ নাকি জেনিফারের পোশাক খুলে ফেলেন এবং তার সঙ্গে ধস্তাধস্তি করেন। জেনিফারের ভাষ্য, এরপর তিনি যখন এর প্রতিবাদ করতে যান, তখন হাভির্ তাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি অভিনেত্রী হতে চাও?’ প্রসঙ্গত, জেনিফার লরেন্স ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনয় করে অস্কার আসরে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেছিলেন। এ পুরস্কার ছাড়াও একই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীসহ তিনটি বিভাগে গোল্ডেন গেøাব পুরস্কার লাভ করেন জেনিফার। ছবিটি প্রযোজনা করেছিল হাভির্র প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়াইন্সটাইন কোম্পানি।