চলে গেলেন পÐিত অরুণ ভাদুড়ি

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
চলে গেলেন পÐিত অরুণ ভাদুড়ি বিনোদন ডেস্ক চলে গেলেন ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পÐিত অরুণ ভাদুড়ি। সোমবার ভোরে কলকাতার এক নাসির্ংহোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে রেখে গেছেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যসংগীত একাডেমির শিক্ষক ছিলেন। ফুসফুসের সংক্রমণ হওয়ায় গত মঙ্গলবার তাকে নাসির্ংহোমে ভতির্ করা হয়। এর আগে রোববার সংবাদমাধ্যমকে চিকিৎসকেরা জানান, পÐিত অরুণ ভাদুড়ি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগছেন। তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। তার শরীরের বেশির ভাগ অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে পারছিল না। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন। তাই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এদিকে পÐিত অরুণ ভাদুড়ির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবাতার্ দিয়েছেন। অরুণ ভাদুড়িকে রাজ্যসরকারের পক্ষ থেকে ২০১৪ সালে বঙ্গবিভ‚ষণ সম্মান প্রদান করা হয়।