রণবীরের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ০০:০০

বিনোদন ডেস্ক
সম্প্রতি 'পেপার' ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে রাতারাতি শোরগোল ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। কিছুদিন আগেই এই অভিনেতার বিরুদ্ধে মুম্বাইয়ের এক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলাটি করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। ম্যাগাজিনের জন্য করা রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যাতে বাংলায় বিশেষভাবে না ছড়ায়, সেই জন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন নাজিয়া। তার আবেদনে অভিনেত্রী- সংসদ সদস্য মিমি চক্রবর্তীর উলেস্নখও রয়েছে। রণবীরের ফটোশুট নিয়ে তোলপাড় হওয়ার পর টুইটারে মিমি প্রশ্ন তুলেছিলেন, রণবীর সিংয়ের বদলে যদি একজন মহিলা নগ্ন ফটোশুট করতেন তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন? মিমির এই টুইটের কথাই নিজের আবেদনে উলেস্নখ করেছেন নাজিয়া। তার আইনজীবী জানান, রণবীরের ছবিগুলো যাতে এ রাজ্যে সেভাবে ছড়িয়ে পড়তে না পারে বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে। সেই ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়েছে। আজ ৮ আগস্ট থেকে এই মামলার শুনানি হওয়ার কথা।