মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসিফের কণ্ঠে কে কে'র গান

ম বিনোদন রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

মাস দুয়েক আগে পশ্চিমবঙ্গে একটি স্টেজ শোতে গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন ভারতের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী কে কে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে কে'র মৃতু্যর আগ পর্যন্ত তার কোনো গান শোনা হয়নি বাংলাদেশি সংগীতের আরেক আলোচিত গায়ক আসিফ আকবরের। কিছুদিন ধরে শুনছেন আর মুগ্ধতায় আচ্ছন্ন হচ্ছেন। জন্মেছে শিল্পীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাও। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই কে কে'র গাওয়া কোনো গান নিজের কণ্ঠে ধারণ করলেন আসিফ। গতকাল বুধবার গানটি প্রকাশ করেন আসিফ আকবর। গানটি হচ্ছে 'তু জো মিলা'। এ গানের নতুন সংগীতায়োজন করেছেন জাবেদ আহমেদ। 'বজরঙ্গি ভাইজান' সিনেমায় ব্যবহৃত কাওসার মুনীরের লেখা 'তু জো মিলা' গানটির সংগীত পরিচালক প্রীতম।

গানটির গাওয়ার পেছনের গল্প বলতে গিয়ে আসিফ আকবর তার ফেসবুকে লিখেছেন, 'ভারতীয় গায়ক শ্রদ্ধেয় কে কে মারা গেলেন ক'দিন আগে। দেশসেরা কম্পোজার মানাম আহমেদ ভাই আমাকে বহুদিন আগে এই ভদ্রলোকের কণ্ঠের কথা বলেছিলেন। নিজের ব্যস্ততায় খুব একটা গান শোনা হয়নি ওনার। তিনি মারা যাওয়ার পর গবেষণা শুরু করেছি। যতই শুনেছি, ততই মন্ত্রমুগ্ধ হয়েছি। কখনো হিন্দি গান রেকর্ড করিনি। জীবনে প্রথম 'বজরঙ্গি ভাইজান' সিনেমার 'তু জো মিলা' গানটি গাইলাম। বিপন্ন শিশুদের পাশে জান দিয়ে থাকার এ গল্প অনেক ভালো লাগে আমার।' আসিফ আকবর এও জানিয়ে রাখলেন, 'দিন বদলেছে, গায়ক হয়েছি, সবচেয়ে দুর্বলতম শিক্ষায় সর্বোচ্চ সফলতা আলস্নাহ দিয়েছেন, পা মাটিতেই রাখি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে