সাক্ষাৎকার

প্রথমবার মঞ্চ নাটকের নিদের্শনা দিচ্ছি

জিনাত শানু স্বাগতা। টেলিভিশন নাটকের দশর্কপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গান ও উপস্থাপনাও করেন তিনি। এবার প্রথমবারের মতো নিদের্শনা দিয়েছেন মঞ্চ নাটকে। সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে...

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জিনাত শানু স্বাগতা
ব্যস্ততা... গান, অভিনয় ও উপস্থাপনা তিনটিতেই ব্যস্ততা চলছে। গত বছরের শেষ নাগাদ কয়েকটি ধারাবাহিকের প্রচার শেষ হয়েছে। প্রচার চলতি কয়েকটি ধারাবাহিকে কাজ করছি। এর মধ্যে বিটিভিতে চলছে ‘লকেট’, এনটিভিতে ‘কাগজের ফুল’, দুরন্ত টিভিতে ‘ব তে বন্ধুর’র হুটোপটি’ এবং দীপ্ত টিভির একটি ধারাবাহিকের নাম এ মুহ‚তের্ মনে পড়ছে না। পাশাপাশি খÐ নাটকেও অভিনয় করছি। এছাড়া বাংলাভিশনে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘সোনালী দিনের রূপালী গল্প’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছি। শুটিংয়ে ইন্দোনেশিয়ায়... গত বছরের শেষের দিকে নাটকের শুটিং করতে ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। সেখানে টানা ৬ দিন রুমান রুমি ও সকাল আহমেদের পরিচালনায় চারটি খÐ নাটকের শুটিং করেছি। নাটকের নামগুলো মনে না থাকলেও গল্পগুলো মনে আছে। খুব ভালো কাজ হয়েছে। তবে নতুন বছরে নতুন কোনো খÐ নাটকে কাজ শুরু করিনি, খুব শিগগিরই শুরু করব। ধারাবাহিক নাটকের প্রস্তাবও এসেছে কিন্তু স্ত্রিপ্ট পড়া হয়নি। মঞ্চ নাটকের নিদের্শনা... প্রথমবারের মতো মঞ্চ নাটকে নিদের্শনা দিচ্ছি। নাটকের নাম ‘খ্যাতির বিড়ম্বনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এ নাটকে অভিনয় করবেন আমাদের গানের স্কুল ‘আনন্দম সংগীতাঙ্গন’র অভিনয়ের শিশুশিল্পীরা। ‘আনন্দম’ স্কুলের বষর্পূতির্ উপলক্ষে নাটকটি আগামী ফেব্রæয়ারির প্রথম সপ্তাহে জাতীয় জাদুঘরে প্রদশির্ত হবে। শিশুদের নিয়ে... শিশুদের নিয়ে এসব কাজ করতে আমরা বরাবরই অনাগ্রহ, প্রচÐ উদাসীন। বিনোদন যেন শুধু বড়দের জন্যই। মঞ্চ, টিভি কিংবা অন্যকোনো ক্ষেত্রে শিশুদের নিয়ে কাজ হয় না । শিশুদের নিয়ে আমাদের কারো কোনো চিন্তা নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জায়গাতেই শিশুদের সুস্থ বিনোদন ও পরিবেশের অভাব। শহরে খেলার মাঠ নেই, স্কুলে খেলার জায়গা নেই, কয়েকজন শিশু একসঙ্গে বসে গল্প করবে তারও তেমন কোনো ব্যবস্থা নেই। পরিবারে বাবা-মা’রাও সন্তানদের সময় দেন না। সব মিলিয়ে শিশুদের মেধা বিকাশের কোনো সুযোগ নেই। ফলে ঘরে বসে শিশুরা শুধু প্রযুক্তিনিভর্র হয়ে যাচ্ছে। চিন্তা করলে দেখা যায় ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশটা খুব খারাপ। নতুন বছরে... নতুন বছরে নতুন পরিকল্পনা আছে। অভিনয় ও উপস্থাপনায় আরও যতœবান হব। স্বল্পদৈঘর্্য চলচ্চিত্র ও ওয়েব ফিল্মের কাজ হাতে রয়েছে। নতুন বছরেই তা শুরু করব। এর আগে ফাহিম কাদেরের ‘পকেট জাম্পার’ শিরোনামের শটির্ফল্মে অভিনয় করেছিলাম। নতুন বছরে গান নিয়েও ভালো কিছু করার ইচ্ছে আছে। আর বাবার রেখে যাওয়া ‘আনন্দম সংগীতাঙ্গন’ স্কুল নিয়ে তো ব্যস্ততা থাকবেই।