নায়লার বাসায় পুলিশ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
নায়লা নাঈম
নায়লা নাঈম। একাধারে দন্ত চিকিৎসক, মডেল ও অভিনেত্রী তিনি। তবে সবকিছুর ঊধ্বের্ হলো তিনি একজন পশুপ্রেমী। অবসর পার করেন নিজের পালিত কিছু অসহায় কুকুর-বিড়ালের সঙ্গে। পশুদের সেবাযতœ করতে তিনি ভালোবাসেন। তাদের প্রতি অত্যাচার দেখলে প্রতিবাদ করেন। রাস্তায় পড়ে থাকা অসুস্থ ও আহত পশুদের স্থান দেন নিজের বাসায়। এভাবে দিন দিন বেশকিছু কুকুর-বিড়ালের অভয়াশ্রম হয়েছে নায়লার বাসায়। আর নায়লা হলেন এসব অসহায় পঙ্গু পশুদের অভিভাবক। সম্প্রতি একটি ঘটনা নায়লাকে বেশ যন্ত্রণা দিচ্ছে। পশুদের প্রতি তার মমত্ববোধকে প্রতিবেশীরা সঠিকভাবে না নিয়ে তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে নায়লার বাসায় তদন্ত করতে আসেন পুলিশ। আর এ ঘটনায় কষ্ট পেয়েছেন নায়লা। দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ফেসবুকে নায়লা লিখেছেন, ‘ঢাকা শহরে পশুপ্রেমিক মানুষের জন্য প্রতিবন্ধকতার কোনো শেষ নেই। আমি নায়লা নাঈম, আমার নিজের বাসায় বিড়াল পুষি। আমার বিড়াল কারোটা খায় না, কারোটা পরেও না, এমনকি ঘর ছেড়ে বেরও হয় না। তাও এটা নিয়ে প্রতিবেশীর অভিযোগ। অভিযোগটা দারুণ মনগড়া এবং হাস্যকর। আমি নায়লা নাঈম নাকি বাণিজ্যিকভাবে বিড়াল কেনাবেচা করি! এ অভিযোগ তারা করে পরিবেশ অধিদপ্তরের কাছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর আসেন আমার বাসা পরিদশর্ন করতে। নিজের চোখের সামনে ব্যক্তিস্বাধীনতা এভাবে ক্ষুন্ন হতে দেখা কতটা অপমানজনক হতে পারে আমার জন্য তা হয়তো আপনারা কেউ উপলব্ধি করতে পারবেন না। এর বিচার আমি কার কাছে চাইব?’