সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মোদির বায়োপিকের প্রথম পোস্টার প্রকাশ বিনোদন ডেস্ক ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকা। সামনে বসা গেরুয়া গলাবদ্ধ পাঞ্জাবি, রিমলেস চশমা, সাদা দাড়ির ব্যক্তি। সে হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রিয়েল নন, রিলের চরিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক তৈরি করছেন ওমঙ্গ কুমার। আর সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক। গত সোমবার প্রকাশ করা হয়েছে এ পোস্টার। এটিই ছবির ফাস্টর্ লুক। সোশ্যাল মিডিয়ায় এ লুকের ছবি শেয়ার করেছেন বিবেক স্বয়ং। তিনি লিখেছেন, ‘এই অসাধারণ জানির্র জন্য আপনাদের প্রাথর্না, আশীবার্দ কামনা করছি।’ ২০১৯ সালের সাধারণ নিবার্চনের আগেই ছবিটি মুক্তি পেতে পারে। তার আগে প্রথম পোস্টার মোট ২৭টি ভাষায় মুক্তি দেয়া হয়েছে। ছবির নাম এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন খোদ পরিচালক। ছবিটির বেশির ভাগ অংশের শুটিং হচ্ছে গুজরাট, হিমাচল এবং দিল্লিতে। প্রথমে অভিনেতা সাংসদ পরেশ রাওয়ালের এ ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও পরে তিনি সরে যান। তার জায়গায় নেয়া হয় বিবেককে। এ ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। নাটক ‘ভালোবাসা, আমি এসেছিলাম’ বিনোদন রিপোটর্ নিমির্ত হলো নতুন নাটক ‘ভালোবাসা, আমি এসেছিলাম’। শফিকুর রহমান শান্তনু রচিত এই নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। সম্প্রতি উত্তরাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হয়েছে। থ্রি সিক্সট ডিগ্রি প্রযোজিত এই নাটকে অভিনয় করেছেন জোভান, কাজল সুবণর্, পাপিয়া ও সাবেরী আলমসহ অনেকে। জোভান বলেন, ‘নাটকটির স্ক্রিপ্ট অনেক ভালো লেগেছে। এই কারণে কাজটিতে এফোডর্ও দিয়েছি মন থেকে। দিনশেষে সব ক্লান্তি দূর হয়ে যায় যখন নাটকটি সবার ভালো লাগে। এর আগেও নিমার্তা হাসান রেজাউলের পরিচালনায় অভিনয় করেছি। তার নাটকে অভিনয় করার অভিজ্ঞতা অনেক ভালো। এই নাটকটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ নাটকটি নিয়ে নিমার্তা হাসান রেজাউল বলেন, গল্পটি ভালোবাসার। দুই মানব-মানবীর পাওয়া না পাওয়ার গল্প তুলে ধরার চেষ্টা করেছি এই নাটকে। গল্প নিয়ে এর বেশি কিছু বলতে চাই না আগে। আমার বিশ্বাস, দশর্করা এই ভালোবাসার নাটকে নতুনত্ব খুঁজে পাবেন। চলতি মাসের শেষের দিকে এনটিভিতে নাটকটি প্রচার বলে জানা গেছে। বীরাঙ্গনাদের নিয়ে ফিচার ডকুমেন্টারি ‘রাইজিং সাইলেন্স’ বিনোদন রিপোটর্ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জীবন নিয়ে নিমির্ত পূণৈর্দঘর্্য ফিচার ডকুমেন্টারি ‘রাইজিং সাইলেন্স’। এর উদ্বোধনী প্রদশর্নী অনুষ্ঠিত হবে সপ্তদশ ঢাকা আন্তজাির্তক ফিল্ম ফেস্টিভালে। লীসা গাজী পরিচালিত এই পূণৈর্দঘর্্য ফিচার ডকুমেন্টারি প্রদশির্ত হবে ১২ জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকাল ৫টায়। ‘রাইজিং সাইলেন্স’ ছবিটি নারীর সাথে নারীর সম্পকের্র পরিভ্রমণ। যারা যুদ্ধ করেছেন, সয়েছেন যুদ্ধের হিংস্রতা, আর পরবতীের্ত দৈনন্দিন বিদ্বেষ সত্তে¡¡ও আগামী দিন গড়তে ক্ষত মুছেছেন শতর্হীন ভালোবাসায়। ছবিটি প্রযোজনা করেছে লন্ডনভিত্তিক সংগঠন কমলা কালেক্টিভ, ওপেনভাইয়ার ও মেকিং হারস্টোরি এবং সহযোগিতা করেছেন মানুষের জন্য ফাউন্ডেশন ও দ্য ওসিরিস গ্রæপ। শাহাদাত হোসেনের চিত্রগ্রহণে ছবিটির সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম ও অলিভার উইকস এবং গবেষণা উপদেষ্টা হিসেবে ছিলেন হাসান আরিফ। ‘রাইজিং সাইলেন্স’ দ্বিতীয়বারের মতো প্রদশির্ত হবে একই উৎসবে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। ঢাকা আন্তজাির্তক ফিল্ম ফেস্টিভালে এই ছবিটির প্রদশর্ন থেকে পাওয়া অথর্ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রদান করা হবে।