সাক্ষাৎকার

আমি সবার ভালোবাসা নিয়ে গান গাইতে চাই

প্রয়াত সংগীতজ্ঞ বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকী। মাস কয়েক আগে প্রকাশ হয়েছে তার প্রথম মৌলিক গানের অ্যালবাম। সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গেÑ

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এলমা সিদ্দিকী
বতর্মানে ... গান নিয়ে সন্তুষ্টির কথা বলার মতো সময় বোধহয় এখনো আসেনি। যদি বলতে হয়, সন্তুষ্টির চেয়ে আমি নিজেই নিজেকে ক্রিটিসাইজ করতে পছন্দ করি। গান দুটি খুব অপ্রস্তুত অবস্থায় হয়েছে। আমার ইচ্ছায়ও না। (শহীদুল্লাহ) ফরায়েজী আঙ্কেল বললেন, আমার প্রথম গানের কাজ উনি করতে চান। উনাদের ওপরই সব ছেড়ে দিই, অথার্ৎ আমি এখানে কিছুই না। যা ক্রেডিট উনাদের দিচ্ছি। গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর কথা নিয়ে ... উনারা দুজনে বসে গান লিখতেন, সুর করতেন। আমার ব্যাপারটা আমি সরাসরি ফিল করতে পারিনি। আবার আমার কাছে ভালো লেগেছে। কিন্তু উনারা দুজন বসে যা করেছেন ওই রসায়ন অন্য কারো সাথে হবে না। আমারটা ডিফারেন্ট হবে। আব্বু যখন তার সাথে বসতেন, হয়তো আব্বুর মনে হলো কোনো লাইন অন্যরকম হলে ভালো হয়, তারা চেঞ্জ করে নিতেন। এ বিষয়টা আমার সঙ্গে হবে না। আমার মনে হয়, উনারা একটা গানের পেছনে অনেক সময় দিয়েছেন। প্রথম কুমার বিশ্বজিতের সাথে গান ... উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। তিনি বড় মাপের একজন আটির্স্ট। ফোক প্যাটানের্র মানুষ না। আমাকে ভেবে হয়তো গানটি করেছেন। আমি চেষ্টা করেছি। তবে আমি বলব, আমার বাবার পর কাউকে ফোকে ফলো করি নাই। আমার মনে হয় আধুনিক গান নিয়ে কুমার বিশ্বজিতের সঙ্গে কাজ করলে আরো ভালো হতো। বারী সিদ্দিকীর মেয়ে হিসেবে অনুভব করেন কি না? শুধু গানের ক্ষেত্রে না ...। উনার মেয়ে হিসেবে চাপ বলব না, একটা দায়িত্ব অনুভব করি। অন্য দশটা মানুষের ক্ষেত্রে হয়তো অন্যভাবে কথা হবে। কিন্তু আমার ক্ষেত্রে দশজন বাবাকে অ্যাড করেও বলবে। বলবে, উনার মেয়ে এই কাজটা করেছে। ভালো হয়েছে অথবা ভালো হয়নি। ভালো হলে দুজনের লাভ। উনার সুনাম, আমার সুনাম। এ ব্যাপারে প্রেশার ডেফিনিটলি আছে। সব অফার গ্রহণ করতে পারি না, সবার মন রক্ষা করতে পারি না। ভবিষ্যৎ পরিকল্পনা ... পরিকল্পনা করে কাজ করি না। ভালো কাজ করতে চাই। সুস্থ-সুন্দর কাজ করতে চাই। অনেকে বলেন, আব্বুর শূন্যতা পূরণের কথা, একটুও যদি পারিÑ সেটা অনেক কিছু। এর বাইরে যদি দশর্ক গ্রহণ করে নেয় এটা বড় প্রাপ্তি।