ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন লোদী ও ফারুকী

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
১৫তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন চলচ্চিত্র নিমার্তা মোস্তফা সরয়ার ফারুকী এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব শফিউজ্জামান খান লোদী। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ফারুকী এবং লোদীর হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক ও সাংসদ ফারুক, অভিনেত্রী সুজাতা, লেখক আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহিদুল ইসলাম সাচ্চু। এরপর ফজলুল হকের ওপর নিমির্ত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে কথা বলেন আলী ইমাম, অভিনেতা রিয়াজ, অভিনেতা ওমর সানী, লেখক ইমদাদুল হক মিলন, সানাউল আরেফিন, কেকা ফেরদৌসী, কনা রেজা, নাট্যজন মামুনুর রশীদ, মুকিত মজুমদার বাবু, ফজলুল হকের ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।