এবার সব্যসাচীর সঙ্গে জুটি বঁাধছেন সুবণার্ মুস্তাফা

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
সুবণার্ মুস্তাফা
৫৯ বছর বয়সেও কমেনি কাজের পরিধি। বরং সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই যেন সরব হয়ে উঠছেন দেশের আলোকিত অভিনেত্রী সুবণার্ মুস্তাফা। টিভি নাটকের পাশাপাশি সম্প্রতি ২৫ বছর পর মঞ্চনাটকে ফিরেছেন তিনি। এ ছাড়া ৫ বছর যাবত উপস্থাপনায়ও দেখা যাচ্ছে তাকে। এখানেই শেষ নয়, লম্বা একটা বিরতির পর আবার চলচ্চিত্রের পদার্য় আসছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটির নাম ‘গÐি’। নতুন চমক হচ্ছে এই চলচ্চিত্রে ভারতের প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবতীর্র সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সুবণার্ মুস্তাফা। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘গÐি’র পরিচালক ফাখরুল আরেফিন খান। তিনি বলেন, ‘এর মধ্যে আমি ভারতে গিয়ে সব্যসাচী চক্রবতীর্র সঙ্গে ছবিটি নিয়ে বৈঠকে বসি। তিনি পুরো গল্পটি শোনেন। তার চরিত্রের বিষয়ে বিস্তর আলোচনা করেন এবং আমাদের সঙ্গে কাজ করার জন্য লিখিত সম্মতি জানান। তাকে পেয়ে আমরা খুশি।’ সুবণার্ মুস্তাফা জানান, ‘সব্যসাচীর মতো একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করা যেকোনো অভিনয়শিল্পীর জন্যই গবের্র বিষয়। আমার কাছেও বিষয়টা অনেক বেশি আনন্দময় মনে হচ্ছে। চলচ্চিত্রটির কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় পদার্য় উঠে আসবে আমার ও সব্যসাচী চক্রবতীর্র মাধ্যমে। নিশ্চয় ভালো কিছুই দিতে পারব আমরা।’ ফ্রেন্ডশিপ হ্যাজ নো বাউন্ডারিডÑএই ট্যাগলাইন নিয়ে নিমির্ত হচ্ছে পূণৈর্দঘ্যর্ চলচ্চিত্র ‘গÐি’। প্রশংসিত ‘ভুবন মাঝি’র পর ফাখরুল আরেফিন খানের নতুন সিনেমা ‘গÐি’। সম্প্রতি লন্ডনে হয়ে গেল এর প্রথম পবের্র শুটিং। সেখানে অংশ নেন মাজনুন মিজান, অপণার্ ঘোষ ও শিশুশিল্পী ফিয়োনা। ফাখরুল আরেফিন বলেন, ‘লন্ডন অংশের কাজ ভালোই হয়েছে। তবে ছবির কাজ শেষ করতে ২০১৯ সালের পুরোটা সময় লাগবে আমার। আর এটি মুক্তি দেয়ার ইচ্ছে আছে ২০২০ সালের ১০ জানুয়ারি। সেই পরিকল্পনা নিয়েই এগুচ্ছি আমরা।’ জানা গেছে, কক্সবাজারে ২৫ মাচর্ থেকে ছবিটির দ্বিতীয় অংশের শুটিংয়ে অংশ নেবেন সুবণার্ ও সব্যসাচী। আর শেষাংশের কাজ হবে ঢাকায়, আগস্ট মাসে।