মাদাম তুসোয় আনুশকার মূতির্!

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
আনুশকা শমার্
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শমার্। জানা গেছে, সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামে কথা বলবে এই নায়িকা। তবে সশরীরে উপস্থিত থেকে নয়! তবে কথা বলবে কী করে? ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আনুশকার মোমের মূতির্ কথা বলবে। প্রথম ভারতীয় হিসেবে এই বিরল সম্মান পেতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনেত্রী ও প্রযোজক হিসেবে বেশ ভালো সময় পার করছেন তিনি। এ ছাড়াও ব্যক্তিজীবনে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার কারণে বেশ আলোচনায় রয়েছেন আনুশকা। আর তাই তো তার জনপ্রিয়তাকে কেন্দ্র করেই সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘর আনুশকা শমার্র একটি মোমের মূতির্ উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মূতিির্ট জাদুঘরে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবে। মাদাম তুসো কতৃর্পক্ষের বরাতে প্রকাশিত খবরে জানা যায়, আনুশকার মূতিির্ট কথা বলবে। এবং সিঙ্গাপুর মিউজিয়ামে এ ধরনের মূতির্ তারটাই প্রথম। মাদাম তুসো সংস্থাটি অনেক বড় এবং স্বয়ংক্রিয় কাযর্ক্ষম ফিচার মূতিির্টতে যুক্ত করছেন। শুধু বড় বড় নেতা ও আইকনদের মূতিের্তই এ ধরনের ফিচার থাকে। এ ধরনের উদ্যোগ জাদুঘর কতৃর্পক্ষের কাছ থেকে বিশ্বজুড়ে আনুশকার ভক্ত-অনুসারীদের জন্য একটি বড় সম্মান। এই উদ্যোগের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, আনুশকার মূতিির্ট কানে একটি ফোন ধরে থাকবেন এবং অতিথিরা যখন মূতির্র সঙ্গে সেলফি নিতে যাবেন তখন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে শোনা যাবে। সেলফি তোলার সুযোগ ও আনুশকার মূতির্র কথা বলার বিষয়টি এ অভিনেত্রীর ভক্ত-অনুসারীদের কাছে একটি বিশেষ অভিজ্ঞতায় পরিণত হবে।