প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন আকবর

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
আকবর
সরকারি টিভি চ্যানেল বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে ভাইরাল হন আকবর। ‘ইত্যাদি’র অনুষ্ঠানে গানের মাধ্যমে রিকশাচালক থেকে আকবর গায়ক হিসেবে সারাদেশে পরিচিতি পান। আর এরপর থেকেই বদলে যায় জীবন। গান নিয়েই কাটতে থাকে তার সময়। এই কণ্ঠশিল্পী গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বেশ কিছু দিন ধরেই। মুঠোফোনে আকবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ জানার্লকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকষর্ণ করছি। একজন শিল্পী হিসেবে আমি তার আছে সহায়তা চাই। আমি আবার সুস্থ হয়ে কাজে ফিরতে চাই।’ আকবরের স্ত্রী কানিজ ফাতিমা সীমা বলেন, ‘গত একমাস থেকে অসুস্থ আকবর। গত শনিবার থেকে আকবরের কোমর থেকে দুই পা পুরোপুরি অবশ। ঠিকমতো কথা বলতে পারছে না। নড়াচড়া করতে পারছে না। বিছানায় পড়ে আছে।’ জানা গেছে, আকবর কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে ২০১৭ সালে একই সমস্যায় ভুগেছিলেন আকবর। তখন হানিফ সংকেতের সহযোগিতায় ভারতে পাঠিয়ে আকবরের উন্নত চিকিৎসা করানো হয়।