এপ্রিলেই ‘গেম অফ থ্রোন্স’

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
‘গেম অফ থ্রোন্স’ সিরিজের একটি দৃশ্য
পৃথিবীর সবেচেয় জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোন্স’। গোটা দুনিয়াতেই এই সিরিজের ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারা বছরই অন্তজাের্ল প্রিয় এই সিরিজটি নিয়ে চচার্ হয়। মিম-ট্রলও করা হয় নিয়মিত। আর এসব কারণেই সিরিজটির জনপ্রিয়তাও এখন আকাশচুম্বী। অষ্টম মৌসুম প্রচারের ঘোষণা আসার পর সেটি আরও বাড়তির দিকে। জানা গেছে, পহেলা বৈশাখে শুরু হচ্ছে সিরিজটির অষ্টম মৌসুম। এপ্রিলের ১৪ তারিখে এইচবিওর পদার্য় দেখা মিলবে জন স্নো, টায়রিয়ন ল্যানিস্টার আর আরিয়া স্টাকের্দর। জিওটি নিমার্তা ও এইচবিও টেলিভিশনের পক্ষ থেকেই সম্প্রতি নিশ্চিত করা হয়েছে এই খবর। ‘গেম অফ থ্রোন্স’ সিরিজের গল্প যতটা আকষর্ণীয়, তারচেয়েও চোখ ধঁাধানো এর দৃশ্যায়ন। টিভি সিরিজ হলেও এর একটি পবের্র খরচ দিয়ে আস্ত একটি সিনেমাই নিমার্ণ করে ফেলা সম্ভব। আগেই জানানো হয়েছিল, অষ্টম মৌসুমে এসেই শেষ হয়ে যাবে মুকুটের লড়াই। আর একারণেই এইচবিও টেলিভিশনের প্রোগ্রামপ্রধান অষ্টম সিজনটিকে ‘অসাধারণ’ বলে বিশেষায়িত করেছেন। ভক্তদেরকে ধৈযর্ ধরার পরামশর্ দিয়ে তিনি বলেছেন, ‘গৈম অফ থ্রোন্স সিরিজের সেরা সিজন হতে যাচ্ছে এটি।’ অষ্টম মৌসুমটি গেল বছরে প্রচার হওয়ার কথা থাকলেও এটি আসছে এক বছর দেরিতে। এজন্য নিমার্তারা অবশ্য দুঃখ প্রকাশও করেছেন। বলেছেন, বেশিরভাগ পবের্র শ্যুটিং বরফ অঞ্চলে হওয়ায় অন্যান্য বারের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। তবে এপ্রিলের ১৪ তারিখে তারা যেটি প্রচার করতে যাচ্ছেন, সেটি দেখার পর যন্ত্রণাময় এই দীঘর্ অপেক্ষা মধুর অভিজ্ঞতায় বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি।