সাক্ষাৎকার

শুধু ভিউ দিয়ে গানের বিচার হয় না

কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। ক্যারিয়ারের দীঘর্ সময় পার করেছেন স্টেজ শো, টিভি ও চলচ্চিত্রের গানে। কদিন ধরে তার দাম্পত্যজীবন নিয়ে বেশ আলোচনা হচ্ছে মিডিয়ায়। তার পরেও হতাশ নন তিনি। গান গেয়ে যাচ্ছেন সবখানে। সবের্শষ এস আই টুটুলের সঙ্গে চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন ন্যান্সি। গান ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাজমুন মনিরা ন্যান্সি
গানে ব্যস্ততা... গান নিয়েই তো আমার ব্যস্ততা। নতুন বছরের জন্য কিছু পরিকল্পনা আছে। ভালো কিছু কাজ করব। কাজগুলো প্রক্রিয়াধীন। আমার ভক্তদের জন্য তা চমক হয়েই আসবে। সম্প্রতি প্লেব্যাক... সম্প্রতি কয়েকটি সিনেমার জন্য প্লেব্যাক করেছি। কিছুদিন আগে এস আই টুটুলের সুর ও সংগীতে ‘লীলাবতী’ সিনেমা প্লেব্যাক করলাম। ‘আমারে কইরো না ক্ষমা/ আমি অপরাধী’- কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এরআগে ‘নন্দিনী’ নামে একটি ছবির গানে কণ্ঠ দিয়েছি। এ ছাড়া শুভ্রদেব ভাইয়ের সঙ্গেও ‘অন্ধকার জগৎ’ নামে একটি ছবিতেও গান করেছি। আসলে এখন চলচ্চিত্র কম হচ্ছে বলে চলচ্চিত্রের ভালো গান করার সুযোগ হচ্ছে না। মিউজিক ভিডিও... প্রথম কথা হচ্ছে-একটি গানের অডিও ভালো হতে হবে । গান শোনার বিষয়। গান শুনতে ভালো লাগলে তবেই সেটার ভিডিও করা যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো ব্যয়বহুল মিউজিক ভিডিওতে বিশ্বাসী নই আমি। তাই মিউজিক ভিডিওতে কম দেখা যায়। গান প্রকাশের ভিন্ন মাধ্যম... সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবতর্ন হয়েছে। আগে গান প্রকাশের মাধ্যম ছিল অডিও ক্যাসেট-সিডি। এখন গান প্রচার ও প্রকাশের মাধ্যম সহজ হয়েছে। ইউটিউবে গান প্রকাশের পর অনেক ক্ষেত্রে তা হিট হচ্ছে। আবার অনেক ভালো গান হিট কম হচ্ছে। শুধু ভিউ দিয়ে তো গানের বিচার হয় না। গানের চলমান পরিবেশ... এখন প্রচুর গান হচ্ছে। ভালো-মন্দ দুটোই আছে। নতুনরা কাজ করছেন। অনেকেই ভালো করছেন। তবে নতুনদের গানের বিষয়ে আরও যতœশীল হতে হবে। শুধু নিজেকে প্রচারের জন্য চেষ্টা করলে হবে না। গানের সাধনা বাড়াতে হবে।