ছোটপদার্র অনুষ্ঠানমালা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাভিশনে আজ ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। রচনা রুদ্র মাহফুজ, পরিচালনা সাখাওয়াৎ হেসেন মানিক। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূবর্, উমির্লা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুঃফর রহমান জজর্, আহসান হাবিব নাসিম, বঁাধন, ডা. এজাজ প্রমুখ স্টার জলসায় আজ রাত ৮.৩০ টায় প্রচার হবে মেগা সিরিয়াল ফাগুন বউ। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে রোববার নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, লুৎফর রহমান জজর্, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ প্রমুখ মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক নাটক ‘মকো’ মালয়েশিয়া’ চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৯.৩৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান, রচনা করেছেন আকাশ রঞ্জন। আরও অভিনয় করেছেন শামীম জামান, আখম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপণার্, বন্যা মিজার্ প্রমুখ। আরটিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আ খ ম হাসান, নাদিয়া নদী, আরফান আহমেদ, প্রাণ রায়, এ্যানি খান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু প্রমুখ