সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশিক্ষণের সেরা নাটক প্রচার হবে টিভিতে বিনোদন রিপোটর্ দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তিনমাস মেয়াদি নাটক রচনাবিষয়ক প্রশিক্ষণ কোসর্। আয়োজনের উদ্যোক্তা টেলিভিশন নাট্যকার সংঘ আর আয়োজনের নাম ‘নাটক রচনা শৈলী’। প্রশিক্ষণ কোসির্ট শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। ক্লাস চলবে সপ্তাহে দু’দিন। প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা এবং শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত চলবে ক্লাস। কোসের্ প্রশিক্ষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত নাট্যকাররা। পাÐুলিপি সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করবেন স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান প্রধান, নিমার্তা, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা। টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেয়া হবে এবং সেরা তিনটি চিত্রনাট্য দিয়ে খ্যাতিমান পরিচালকরা নাটক নিমার্ণ করবেন। তাদের নিমির্ত নাটক তিনটি প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে। আগ্রহীরা প্রশিক্ষণে অংশ নেয়ার আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন নাট্যকার সংঘের কাযার্লয় ও ওয়েবসাইট িি.িঃাহংনফ.পড়স থেকে। কোসর্ ফি ৬ হাজার টাকা। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। উল্লেখ্য, গত বছর সাফল্যের সঙ্গে টেলিভিশন নাট্যকার সংঘ নাটক রচনাবিষয়ক প্রশিক্ষণ কোসর্ ‘নাটক রচনা শৈলী’-র প্রথম পবর্ করেছিল। তখন সেরা তিনটি নাটক চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। শেষ লটে ‘বাঘিনী’ বিনোদন রিপোটর্ শেষ হতে যাচ্ছে ‘বাঘিনী’ চলচ্চিত্রের শুটিং। আগামী সপ্তাহে এ ছবির শেষ লটের শুটিং হবে বলে নিমার্তা সূত্রে জানা গেছে। এটি পরিচালনা করছেন যুগান্তর চাকমা, তিনি চায়নিজ নামেই অধিক পরিচিত। ‘বাঘিনী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া। এতে তাকে দেখা যাবে অ্যাকশন দৃশ্যে। নবাগত অভিনেত্রী জয়া চৌধুরী বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবিটি নিয়ে পরিচালক বলেন, ‘এই সিনেমায় মাশার্ল আটর্ থাকবে। নারীপ্রধান একটি সামাজিক গল্প নিয়ে মাশার্ল আটর্ ঘরানার এ সিনেমা নিমার্ণ করছি।’ অভিনেত্রী জয়া বলেন, ‘পুবাইলে দু’দিনের শুটিং করেছি। চলতি মাসেই একসপ্তাহ শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে দশর্ক নতুনত্ব খুঁজে পাবেন বলে আশা করছি।’ ‘বাঘিনী’ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন সাইফ খান। এ ছাড়াও অভিনয় করছেন শিবা সানু, রাজুসহ অনেকে। ‘বাঘিনী’ সিনেমা প্রযোজনা করছে পরিচালকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মেসাসর্ যুগান্তর চলচ্চিত্র। এর আগে ‘চায়না মামা’ নামে একটি চলচ্চিত্র নিমার্ণ করেছিলেন যুগান্তর। এদিকে জয়া ‘প্রাণের ফুলবানু’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত এই সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ। এ ছাড়াও অভিনয় করছেন অভিনেতা ফারুক মজুমদার, হাবিব খানসহ অনেকে। ওয়েব সিরিজেই ব্যস্ত হচ্ছেন বিপাশা বিনোদন রিপোটর্ লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিপাশা কবির। মিডিয়াতে পথ চলা শুরু তখন থেকেই। নিমার্তা শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রায় ৫০টির বেশি ছবির আইটেম গানে পারফমর্ করার পাশাপাশি অভিনয় করছেন ওয়েব সিরিজেও। সেই ধারাবাহিকতায় এবার ‘জানির্’ নামের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বিপাশা কবির। ‘জানির্’ ওয়েব সিরিজটি নিমার্ণ করছেন তরুণ নিমার্তা অনন্য মামুন। এতে বিপাশা ছাড়াও আরও অভিনয় করবেন অঁাচল আপু, ইমতু, সানজু জন, পাপিয়াসহ আরও অনেকে। বিপাশা কবির বলেন, ‘জানির্’ ওয়েব সিরিজটির গল্প অনেক সুন্দর। এতে আমি প্রথমবারের মতো ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করব। ৬টি বন্ধুর গল্প নিয়ে নিমির্ত হবে ওয়েব সিরিজটি। আগামী ৩০ জানুয়ারি থেকে ওয়েব সিরিজটির শুটিং শুরু হতে পারে।