নাটকে টিভি চ্যানেলের মালিক মোশাররফ করিম

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
ছোট পদার্র জনপ্রিয় মুখ মোশাররফ করিম। ‘ক্যারাম’ দিয়েই প্রথম আলোচনায় আসেন অভিনেতা মোশাররফ করিম। তুমুল জনপ্রিয় হওয়া এ টেলিছবিটি রচনা করেছিলেন কচি খন্দকার। এরপর পৃথক পৃথকভাবে অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। মজার ব্যাপার হলো সম্প্রতি তারা এক হয়েছেন ‘বাঙ্গি টেলিভিশন’ নামের একটি ধারাবাহিক নাটকে। এতে পরিচালক হিসেবে আছেন কচি খন্দকার আর ৩০ শতাংশ মালিকানা রয়েছে মোশাররফ করিমের। পাশাপাশি চ্যানেলটির ক্রিয়েটিভ বিভাগও দেখভাল করছেন এই অভিনেতা। গল্পে দেখা যাবে, ‘বাঙ্গি টেলিভিশন’ এর মালিকানার ৩০ শতাংশ মোশাররফ করিমের। আরও দুজন পাটর্নার আছেন। একজন অভিনেতা আবুল হায়াত, অন্যজন অভিনেত্রী জেনি। সাধারণত স্পোটর্স, নিউজ, গানভিত্তিক কিংবা শুধু রান্না বিষয়ে টেলিভিশন চ্যানেল হয়ে থাকে সারা দুনিয়ায়। সেরকম একটি বিনোদনমূলক টেলিভিশন করার চেষ্টা করা হয়েছে। যেখানে সিরিয়াস বিষয় নিয়ে অনুষ্ঠান হলেও থাকবে রসের ছড়াছড়ি। মানে একটি টিভি চ্যানেলকে কেমন করে অনেক বেশি আনন্দময় করে তোলা যায়, সেই চেষ্টাটাই করার।’ উল্লেখ্য, ‘বাঙ্গি টেলিভিশন’ একটি ধারাবাহিক নাটকের নাম। নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন কচি খন্দকার।