ছোটপদার্র অনুষ্ঠানমালা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘যখন কখনো’। সোহান খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন- ফেরদৌসী রহমান, আবুল হায়াত, দিলারা জামান, আফরোজা বানু, জাকিয়া বারী মম, প্রভা, মৌসুমী হামিদ, প্রসূন আজাদ, নিসা, সামিয়া, ইন্তেখাব দিনার, রওনক হাসান, আজাদ আবুল কালাম, মারজুক রাসেল, মনোজ কুমার প্রমুখ এটিএন বাংলায় প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মন থেকে দূরে নয়’। এটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। এতে অভিনয় করছেনÑ শহীদুজ্জামান সেলিম, অহনা, শাহেদ শরীফ, অরুণা বিশ্বাস, আফরোজা বানু প্রমুখ। বাংলাভিশনে আজ রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভ্যাগাবন্ড’। নাটকটি পরিচালনায় জাহিদ হাসান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, লায়লা হাসান, আলী রাজ, ঊমির্লা, সাব্বির আহমেদ, শিল্পী সরকার অপু, হাসান ফেরদৌস জুয়েল, তারিক স্বপন, তানিয়া, আইরিন তানি প্রমুখ স্টার জলসায় আজ রাত ৮.৩০ টায় প্রচার হবে মেগা সিরিয়াল ফাগুন বউ। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে রোববার নিয়মিত প্রচার হচ্ছে এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে ‘হ্যালো চেক!’। তরুণরা আজকে পৃথিবীকে কিভাবে দেখে, তাদের কাছে কি কি গুরুত্বপূণর্, এ ধরনের সব প্রশ্ন আর তার উত্তর বের করার চেষ্টা নিয়েই বিবিসি মিডিয়া এ্যাকশন আয়োজিত এই অনুষ্ঠানটি নিমার্ণ করা হয়েছে রুটগাসর্ এবং আইকিয়া ফাউন্ডেশনের সহায়তায়। প্রতি পবের্ একজন তরুণ তারকা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে