পানি বিক্রেতা স্বাগতা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
অভিনয়শিল্পীদের নানা ধরনের চরিত্রেই অভিনয় করতে হয়। কখনো বড় লোকের, আবার কখনো অতি গরিবের চরিত্রে রূপদান করতে হয়। এমনই এক ভিন্ন চরিত্রে অভিনয় করলেন টেলিভিশন নাটকের অভিনেত্রী স্বাগতা। এবার তাকে দেখা যাবে রেল স্টেশনের পানি বিক্রেতার চরিত্রে। রেল স্টেশনে ঘটা বিচিত্র ঘটনাকে কেন্দ্র করে নিমির্ত হচ্ছে ‘স্টেশনে তারা’ নামের একক নাটক। এটি পরিচালনা করছেন স্বাধীন ফুয়াদ। এতে অভিনয় করছেন অ্যালেন শুভ্র, রানী আহাদ, জিনাত শানু স্বাগতা, সাইফ চন্দন, নজরুল রাজ। নাটকের গল্পে দেখা যাবে, স্টেশনের শীষর্ সন্ত্রাসী অ্যালেন শুভ্র। তিনি বিভিন্ন সন্ত্রাসী কমর্কাÐ করে থাকেন। তাকে গ্রেপ্তার করতে ডিবি পুলিশ সাইফ ও রানী আহাদ ছদ্মবেশে স্টেশনে ঘুরে বেড়ায়। এদিকে স্টেশনে পানি বিক্রেতা স্বাগতাকে ভালোবেসে ফেলেন স্টেশনের কুলি সরদার নজরুল রাজ। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনী। এস সিরাজীর রচনায় ‘স্টেশনে তারা’ নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন প্রচার হবে বলে জানিয়েছেন নিমার্তা স্বাধীন।