খুলছে অনেক বন্ধ প্রেক্ষাগৃহ

বহুল চর্চিত 'পাঠান' মুক্তি পাচ্ছে আজ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

বিনোদন ডেস্ক
কটাক্ষ, বিতর্ক, সমালোচনা, কুশপুত্তলিকা পোড়ানো, পুড়িয়ে মারার হুমকি- সবকিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত দর্শকের সামনে আসছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমাটি। আজ ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল চর্চিত এই সিনেমাটি। যদিও মুক্তির আগেই ঝড় তোলা পাঠান-এর প্রথম সপ্তাহের অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষ পর্যায়ে, এর সঙ্গে যুক্ত হয়েছে বন্ধ সিনেমা হল খুলে দেওয়ার ধুম। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভারতীয় চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, ইন্ডাস্ট্রির জন্যও সুখবর বয়ে আনছে আদিত্য চোপড়ার এই স্পাই থ্রিলার। করোনা মহামারির পর গোটা দেশেই বন্ধ হয়ে যাওয়া বহু সিনেমা হল। আশায় বুক বেঁধে আবার দরজা খুলছে এই ছবির ভরসায়। ছবিটি ঘিরে যে রকম প্রতীক্ষা ও আলোচনা সিনেমাপ্রেমী মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, তাতেই আশার আলো দেখতে পেয়েছেন এসব হল মালিকরা। আবার শাহরুখ-দীপিকা জুটির মধ্যেও ভরসা রাখতে চাইছেন হল মালিকরা। কারণ এই জুটি অতীতে 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার'-এর মতো পর পর হিট ছবি উপহার দিয়েছে। তাই প্রেক্ষাগৃহ খোলার জন্য এমন জুটির উপরেই বাজি লাগাতে চান হল মালিকরা। জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশে দশটি, রাজস্থানে সাতটি, মহারাষ্ট্রে দুটি, গোয়ায় একটি, মধ্যপ্রদেশে দুটি, ছত্তিশগড়ে একটি, উত্তরাখন্ডে একটি করে প্রেক্ষাগৃহ কোভিডের কারণে বন্ধ হওয়ার পর এই প্রথমবার শাটার নতুন করে খুলছে দর্শকদের জন্য। এছাড়া আরও প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হচ্ছে পাঠান-এর জন্য। নানা কারণে বক্স অফিসে ঝড় তুলবে 'পাঠান'- এমন ধারণা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। রেকর্ড অগ্রিম বুকিংয়ের হিসেবে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর সেই হিসেবেই শাহরুখ খানের এই প্রত্যাবর্তন রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' সিনেমাকে অনায়াসে টপকে যেতে পারে- এমন মন্তব্যও করেছেন সিনে বিশেষজ্ঞরা। কিছুদিন আগে বজরং দল হুমকি দিয়েছিল ছবিটি গুজরাটে মুক্তি দিতে দেবে না। ছবির প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে চড়াও হয় কট্টরপন্থী এই দলের সদস্যরা। এর আগে ছবির 'বেশরম গান' নিয়ে আপত্তি তোলা হয়েছিল। সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে 'বয়কট পাঠান' হ্যাশট্যাগ। কিন্তু ছবির মুক্তির দিন যত এগিয়ে আসে ততই বিতর্কের রং ফিকে হতে থাকে। চলচ্চিত্র বিশেষজ্ঞ তরুণ আদর্শ জানিয়েছেন, রোববার বিকেল পর্যন্ত 'পাঠান' ছবির তিন লাখেরও বেশি টিকিট বুক হয়ে গিয়েছে। আরেকটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১৪.৬৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে, দিলিস্নর ঘঈজ এলাকা থেকে ১ কোটি ৭৯ লাখ টাকা পাওয়া গেছে। আর মুম্বাইয়ে ১ কোটি ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে খবর। এখনও অগ্রিম বুকিংয়ের পালা অব্যাহত। তাতেই মনে করা হচ্ছে, অগ্রিম বুকিংয়ের নিরিখে 'ব্রহ্মাস্ত্র'কে টেক্কা দেবে 'পাঠান'। উলেস্নখ্য, ২০২২ সালের অন্যতম হিট রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত 'ব্রহ্মাস্ত্র'। সে ছবির অগ্রিম বুকিং থেকে ১৯ কোটি ৬৬ লাখ টাকা আয় হয়েছিল। 'পাঠান' ছবির কাছে এখনও তা পেরিয়ে যাওয়ার সময় রয়েছে। অনেকে মনে করছেন মুক্তির দিনই পাঠান ৪০ কোটি টাকার বেশি ব্যবসা করবে। এদিকে রোববারও মন্নতের ছাদে অনুরাগীদের দেখা দিয়েছেন শাহরুখ। সেই ভিডিও আপলোড করে টিকিট বুক করার লিঙ্কও শেয়ার করেছেন তিনি।