গানে মনোযোগী মমতাজ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলা লোকগানের আলোচিত কণ্ঠশিল্পী মমতাজ বেগম। চার দশকেরও বেশি সময় ধরে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছেন বাউল গানের এই সুর সম্রাজ্ঞী। দেশ-বিদেশের নানা অনুষ্ঠানের পাশাপাশি প্রতি বছরের শুরুতে নিজ গ্রামে ব্যতিক্রমী এক আয়োজন করেন তিনি। এবারও ১ হতে ৩ জানুয়ারি মানিকগঞ্জের সিঙ্গাইরে বসেছিল 'মধুর মেলা'। ২২তম এই আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন বাউল শিল্পীরা। মমতাজ বেগম বলেন, 'আকাশ সংস্কৃতির মহারণে বাঙালির হাজার বছরের মহিমান্বিত লোকজ গান, ক্ষুদ্র ও কুটির শিল্প আজ নিদারুণ আগ্রাসনের শিকার। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে আবেগে ধারণ করে আপন অস্তিত্বকে লালন করা একান্ত প্রয়োজন। সেই উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা বাউল সাধক আলহাজ মধু বয়াতি স্মরণে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে মধুর মেলা।' \হ'মধুর মেলা'র ব্যস্ততা কাটিয়ে আবার গানে মনোযোগী হয়ে উঠেছেন মমতাজ। সেই সাথে সাংসদ হিসেবে নিজের দায়িত্বও পালন করছেন। একদিকে গানের ভুবন, অন্যদিকে রাজনৈতিক জীবন দুই দিকেই সময় দিচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তার নির্বাচনী এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন মমতাজ। এই সময় একজন মায়ের মতো মানুষের কথা তার মনে ধরেছে। মমতাজ বলেন, 'আমি অনেক ক্লান্ত, অনেকদিন মনমতো বিশ্রাম হচ্ছে না। সংসদ, গান, এলাকা সমানতালে চলছে। নিয়মিত ঘুম হচ্ছে না। এর মধ্যে একটি মুহূর্ত আমার মন কেড়ে নিল। আমি তখন কম্বল দেওয়ায় ব্যস্ত, ভেবেছিলাম এই মাও কম্বল নিতে এসেছিলেন। তাই আমি বার বার কম্বল দেই। তিনি কম্বল না ধরে আমার হাত ধরে কী যেন বলতে চাচ্ছিলেন! অবশেষে আমি কম্বল রেখে একটু মাথা কাছে নিতেই বললেন- একটু সাবধানে থেকো- জানি না কতটা সাবধানে আমাকে থাকতে হবে! আমি শুধু মানুষের সেবা করতে চাই, ভালোবাসি সাধারণ মানুষকে, এটা কি আমার অপরাধ? আমি কি কারও টার্গেট হয়ে গেছি? আলস্নাহ ভরসা, আমি শুধু এটুকু জানি- রাখে আলস্নাহ মারে কে।' গত বছরের শেষে মেট্রোরেল নিয়ে একটি গান করেন মমতাজ। স্টেজ শো'র এই মৌসুমে গান নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন এই শিল্পী। দেশে দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করছেন। মঞ্চ অনুষ্ঠানের পাশাপাশি সিনেমাতেও গান করেন মমতাজ। সিনেমায় তার গাওয়া সর্বশেষ গান ছিল মীর সাব্বির পরিচালিত 'রাত জাগা ফুল' সিনেমায়। মীর সাব্বিরের লেখা এই গানটির শিরোনাম 'ফোটে ফুল ফুটে রাত জাগা ফুল ফুটে।'