শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৭ বছরে পা দিল ব্যান্ডদল নকশিকাঁথা

বিনোদন রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

১৭-তে পা দিল ব্যান্ডদল নকশিকাঁথা। ২০০৭ সালের ২৫ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় নকশিকাঁথার। নকশিকাঁথার প্রতিষ্ঠাতা ভোকালিস্ট সাজেদ ফাতেমী বলেন, ব্যান্ড প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশের সামাজিক সংকটগুলো গানের মধ্য দিয়ে তুলে আনা। আর সেই গানের ভিত্তি হবে লোকজ সুর ও টান। ২০১০ সালে এসে সেই উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগান বিশ্ববাসীর সামনে এবং বিশ্বের নানা ভাষার লোকগান বাংলা ভাষাভাষী শ্রোতা ও দর্শকদের সামনে তুলে ধরা। তখন থেকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছে নকশিকাঁথা। সাজেদ ফাতেমী জানান, প্রতিষ্ঠার শুরু থেকে একনিষ্ঠভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা

সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছেন নকশিকাঁথার সদস্যরা। এর মধ্য দিয়ে তারা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদের দু'টি অ্যালবামসহ এ পর্যন্ত প্রকাশিত গানের সংখ্যা ৭০টি। ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে আজ (২৫ জানুয়ারি) প্রকাশ

পাচ্ছে ৭১তম গান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে