কাজী শুভর ব্যবসায়িক যাত্রা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করলেন সংগীতশিল্পী কাজী শুভ। গত বুধবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল মোহাম্মদপুরের রিং রোডে (টোকিও স্কয়ারের বিপরীত দিকে) ‘কালোজিরা’ নামে রেস্টুরেন্টের শুভ সূচনা করলেন তিনি। দীঘির্দনের শখ আর স্বপ্ন থেকেই এই ব্যবসায় যুক্ত হয়েছেন বলে শুভ জানিয়েছেন। এতে তার সঙ্গে যুক্ত আছেন দূরবীন ব্যান্ডের ভোকাল আইয়ুব শাহরিয়ারসহ বন্ধু-স্বজন। সাবির্ক পরিকল্পনা ও তত্ত¡াবধানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কবি সাদাফ হাসনাইন মনজুর। রুচিশীল, ভোজনরসিক আর বিনোদনপ্রিয় মানুষের জন্য ‘কালোজিরা’ নিয়ে যাত্রা করলেন শুভ। রেস্টুরেন্টের দেয়ালে চোখে পড়বে বাঙালি শিল্প ও সাহিত্যের জগদ্বিখ্যাত সব মহাপুরুষ লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলসহ কবি-সাহিত্যিকদের অমর বাণী সংবলিত প্রতিচ্ছবি। এ ছাড়াও ‘কালোজিরা’র প্রতিটি পরতেই রয়েছে নিমর্ল কারুকাযর্ আর শৈল্পিকতার ছেঁায়া। কালোজিরার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাইবার ক্রাইম) নাজমুল ইসলাম, স্বনামধন্য অভিনেতা আহমেদ শরীফ, কণ্ঠশিল্পী আসিফ আকবর, নাট্যাভিনেতা ও নিমার্তা শামীম জামান, আন্তজাির্তক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, অভিনেতা অন্তু করিম, কণ্ঠশিল্পী সাঈদ শহিদ, সোহেল মেহেদি, পরানসহ শিল্পী পরিবার, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ। সকলের উপস্থিতিতে বিশালাকার কেক ও রঙিন ফিতা কেটে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।