আবারও স্বদর্পে তারিন জাহান

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মাসুদুর রহমান
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তারিন জাহান। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও এখনো মাতিয়ে রেখেছেন দর্শকদের। রূপে, গুণে আর সাবলীল অভিনয়ে এখনো বাড়তি আকর্ষণ সবার কাছে। পরিপাটি গল্পের নাটকে তার নিখুঁত অভিনয়ে দর্শক মুগ্ধ হন বরাবরই। শৈল্পিক গুণ আর অভিনয় দক্ষতায় এখনো রয়েছেন তিনি জনপ্রিয়তায়। নানা কারণে মাঝে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও আবার সরব হয়ে উঠেছেন লাইট-ক্যামেরায়। এখন নিয়মিতই কাজ করছেন টিভি নাটকে। আলোচিত নির্মাতারাও তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তারিন অভিনয় করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরীর নতুন নাটকে। তার সঙ্গে শততম নাটকের কাজ করছেন এই অভিনেত্রী। নাম 'ক্যানসার পার্টনার'। নাটকটি মিথিলা মাসুমার গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান। এ বিষয়ে তারিন বলেন, 'কীভাবে যে সংখ্যাটা ১০০ হয়ে গেছে নিজেও জানতাম না। শুটিংয়ে যাওয়ার পর বৌদি (চয়নিকা চৌধুরী) জানান, এটা আমাদের শততম সিঙ্গেল নাটক। আমাদের ধারাবাহিক নাটক রয়েছে, টেলিফিল্ম রয়েছে সেগুলো হিসাব ছাড়া। বিষয়টিকে সারপ্রাইজ বলব না, চমৎকার একটি অভিজ্ঞতা। এটা সম্ভব হয় পরিচালক-শিল্পীর মধ্যে যখন সুসম্পর্ক, বোঝাপড়া, শ্রদ্ধাবোধ কিংবা কাজের প্রতি বিশ্বাস থাকে।' কিছুদিন আগে অনিমেষ আইচের রচনায় বিটিভি প্রযোজিত 'সাগর কন্যা' নাটকে অভিনয় করেছেন তারিন। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটির নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। এদিকে গত কাস্টমস দিবস উপলক্ষে দেশের ছয়টি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে 'স্বর্ণমানব-৫'। এস এ হক অলীক পরিচালিত এ নাটকের মধ্য দিয়েই প্রথমবারের মতো কাস্টমস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তারিন। এর আগে 'সাহসিকা'য় পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন বলে জানান এই অভিনেত্রী। ৩১ জানুয়ারি দীপ্ত টিভিতে প্রচারিত হয় তারিন অভিনীত নাটক 'সাহসিক টু'। এর মধ্যে তারিন অঞ্জন আইচ পরিচালিত 'সেই রাত্রির রক্ত স্রোত' নাটকের কাহিনীচিত্রে অভিনয় করেছেন। খন্ড নাটকের পাশাপাশি ধারাবাহিকেও কাজ করছেন তারিন। গেস্নাবাল টিভিতে চলছে ডেইলিসোপ 'নির্দোষ'। যেটি রোববার থেকে বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হয়। এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তারিনকে। গেল বছরের শেষপ্রান্তে এ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন তিনি। সেই সঙ্গে শেখ রাসেলের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত একক নাটক 'আমি মায়ের কাছে যাবো'তে অভিনয়ের জন্য টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ও সম্মাননা অর্জন করেন এই টিভি তারকা। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হয়ে সবার নজরে আসেন তারিন জাহান। তখন থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ করতে শুরু করেন। তারপর তিনি ১৯৮৮ সালে শহীদুলস্নাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক 'সংশপ্তক' নাটকে শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকীর আহমেদের সঙ্গে 'কাঁঠাল বুড়ি' নাটকে, যেটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। সেই থেকে দিন যত গড়িয়েছে অভিনয়ে আরও দক্ষ, পরিপূর্ণ হয়েছেন এই অভিনয়শিল্পী। এ বিষয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ সবার ভালোবাসা, আর কিছুই নয়। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে সুস্থ থাকাটাও জরুরি বলে মনে করেন তারিন। তার মতে, শিল্পী বলে নয়, সব মানুষের সবচেয়ে বড় নেয়ামত সুস্থ থাকা। তার জন্য যতটুকু সম্ভব নেগেটিভিটি থেকে দূরে থাকা, পজিটিভ চিন্তা-ভাবনা করা, পজিটিভ কাজ করা। অন্যের ক্ষতি না চেয়ে মঙ্গল চাওয়া, খারাপ বা অসৎ সঙ্গ থেকে দূরে থাকা, সমাজ ও দেশের জন্য কাজ করে যাওয়া। আর আমি যে সেক্টরে কাজ করি সেখানে ক্ষুদ্র চেষ্টায় ভালো কাজ করা।' বর্তমান সময়ের নাটক নিয়ে তারিন বলেন, 'সময় ও মানুষের মন-মানসিকতা পরিবর্তন হয়েছে। আন্তরিকতা, ভালোবাসায় আমাদের কাছে কাজের জায়গা ছিল একটি পরিবার। এখন ব্যস্ততায় ছুটোছুটি বেশি, তাই আন্তরিকতার জায়গাটা হয়তো কম। একদমই নেই বলব না, আছে কিন্তু সেখানে প্রফেশনালিজম বেড়ে গেছে। আগে আমরা সবারটা নিয়ে চিন্তা করতাম, এখন হয়তো নিজেরটা নিয়ে ভাবি। এটাই পার্থক্য, এছাড়া বিশেষ পার্থক্য আমি দেখি না।' টেলিভিশন নাটকে অভিনয় করলেও সিনেমা থেকে দূরে তারিন। 'পিরিত রতন পিরিত যতন' এবং 'কাজলের দিনরাত্রি' নামের দুটি সিনেমায় অভিনয় করেন অনেক আগে। কয়েক বছর আগে মানসি সিনহা পরিচালিত 'এটা আমাদের গল্প' নামে কলকাতার একটি সিনেমায় নাম লেখান। তারিনের বিপরীতে অভিনয় করেন দেবদূত ঘোষ। এরপর সিনেমায় অভিনয় না করলেও শিগগিরই বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন তারিন। এ বিষয়ে তিনি বলেন, 'সামনে একটি সিনেমায় কাজ করব। সেটি নিয়ে প্রস্তুতি চলছে।' শুধু অভিনয়ই নয়, গানও করেন তারিন। ছোটবেলা থেকেই গানের প্রতিও তার আগ্রহ ছিল। তিনি ওস্তাদ হাসান ইকরাম উলস্নাহ্‌?-এর কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। ২০১১ সালের ঈদুল আজহায় 'আকাশ দেব কাকে' শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন। তারিন নাটকে টাইটেল সঙ্গীতও গেয়েছেন।