শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুগ্ধতা ছড়ালেন পুজা চেরী

বিনোদন রিপোর্ট
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পুজা চেরী। ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় সব সিনেমা পেয়েছে সুপারহিটের তকমা। কাজ নিয়েই সব সময় ব্যস্ত থাকেন তিনি। তবে ব্যস্ততা থেকেই অবসরে সময় কাটান সোশ্যালে। ফেসবুকে সক্রিয় হওয়ায় মাঝে মাঝে সেখানে ব্যক্তিগত মতামত ও বিভিন্ন পছন্দের জিনিসও তুলে ধরেন। শুক্রবার ভেরিফায়েড পেজে সূর্যমুখী ফুলের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'একটি হাসি যে কোনো মুখকে সুন্দর করে তোলে'। ছবিটি পোস্ট করতেই মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ছবিটিতে রিয়েক্ট পড়েছে ৪৫ হাজারের বেশি। এছাড়া মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজার।

শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও 'নূর জাহান' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পুজার। এরপর 'পোড়ামন-২' ও 'দহন' সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন এই অভিনেত্রী। অভিনয় করছেন একের পর এক নতুন নতুন সিনেমায়। সময়ের আলোচিত নায়কদের বিপরীতে অভিনয় করে নিজেকে নিয়ে যাচ্ছেন আরও উচ্চতায়। তারই ধারাবাহিকতায় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করেন 'গলুই' সিনেমায়। সরকারি অনুদানের এই সিনেমাটি আলোর মুখ দেখে গত বছর। গত বছরের শুরুর দিকে পুজা অভিনয় শুরু করেন 'নাকফুল' সিনেমায়। অলোক হাসানের পরিচালনায় এ সিনেমার মাধ্যমে পুজা প্রথমবার জুটি বাঁধেন আদর আজাদের সঙ্গে। এরই মধ্যে শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় 'নাকফুল' এই নির্মাতার প্রথম সিনেমা। চলতি বছরে ভালো দিনক্ষণ দেখে দ্রম্নতই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। সিনেমাটি নিয়ে পুজা চেরী বলেন, " 'নাকফুল' একটি রোমান্টিক গল্প। এর মধ্যে ট্র্যাজেডি আছে। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে। তবে গল্পের শুরুটা দেখে শেষটা কেউ আন্দাজ করতে পারবে না যে কি হতে পারে!" এ সিনেমাটির আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে