আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ কমিটিতে মাহিয়া মাহী

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বিনোদন রিপোর্ট
ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহীকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে রাখার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে এই নির্দেশ দেন সেতুমন্ত্রী। এ দিন সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহী। এ সময় রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী। তখন ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপ-কমিটি হবে, সেই কমিটিতে সদস্য হিসেবে যেন মাহিকে রাখা হয়। এই প্রসঙ্গে মাহী বলেন, সংগঠনের জন্য কাজ করতে বলা হয়েছে আমাকে। অভিনেত্রীর স্বামী রাকিব সরকার জানান, সংস্কৃতিবিষয়ক উপ-কমিটিতে কি কাজ করা যায়, এর বাইরে আর কীভাবে কোথায় কাজ করা যায় সেটা নিয়ে বিভিন্ন কথা বলেছেন সাধারণ সম্পাদক। অনেক উপদেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে মাহীকে দলের জন্য কাজ করতে বলেছেন।