বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুমিতা দেবীর জন্মদিন আজ

বিনোদন রিপোর্ট
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

টিভি ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী সুমিতা দেবীর জন্মদিন আজ। ১৯৩৬ সালের ৫ ফেব্রম্নয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। পঞ্চাশের দশকের শেষের দিকে 'আসিয়া' ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে পা রাখেন তিনি। গুণী এই অভিনয় শিল্পী টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বেতার ও মঞ্চ নাটকেও। তিনি প্রধান অভিনেত্রী হিসেবে পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর পার্শ্ব-চরিত্র হিসেবে অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। তার অভিনীত উলেস্নখযোগ্য চলচ্চিত্র কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, এই তো জীবন, দুই দিগন্ত, আগুন নিয়ে খেলা, অভিশাপ, এ দেশ তোমার আমার, বেহুলা, ওরা ১১ জন ও আমার জন্মভূমি। তিনি আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত নামে পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করেন। সুমিতা দেবীর প্রকৃত নাম ছিল হেনা ভট্টাচার্য্য। আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন চলচ্চিত্রকার ফতেহ লোহানী। সেই থেকে তিনি এই নামে পরিচিত। আশিক মোস্তফা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছিল তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। ২০০০ সালে এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন তিনি। ২০০৪ সালের ৬ জানুয়ারি চলচ্চিত্রের কিংবদন্তি এ অভিনয় শিল্পী সুমিতা দেবীর জীবনাবসান ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে