ক্ষমা পেলেন বাপ্পি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
বাপ্পি চৌধুরী
দেশীয় চলচ্চিত্রের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ২০১২ সাল থেকে বলতে গেলে একটানা জাজের প্রযোজনায় ১০টির মতো সিনেমায় দেখা যায় তাকে। এরপর হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট। যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে টানাপড়েনের সময়টায় বাপ্পি গিয়ে দঁাড়ান আব্দুল আজিজের বিরুদ্ধপক্ষে। যৌথ প্রযোজনা এবং সিনেমায় জাজের ‘প্রভাব’ বন্ধ করতে বেশ শোরগোলও করেন তিনি। সেই বাপ্পি এখন বলছেন উল্টো কথা। বলছেন, যৌথ প্রযোজনার সিনেমা বন্ধের পক্ষে অবস্থান নেয়াটা তার ভুল ছিল। গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জাজের কণর্ধার আব্দুল আজিজের কাছে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশও করেছেন বাপ্পি। বাপ্পি লিখেছেন, ‘দেশের সিনেমার উন্নয়ন হবে একথা ভেবে যোগ দিয়েছিলাম আন্দোলনে। যৌথ প্রযোজনার বিপক্ষে দঁাড়িয়েছিলাম। এর জন্য যে প্রতিষ্ঠানের হাত ধরে আমি আজ বাপ্পি চৌধুরী, যে মানুষটির জন্য আমি আজ নায়ক, সেই আজিজ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছি। যে মানুষটা চলচ্চিত্রে আমার সবচেয়ে কাছের ছিল তার থেকে দূরে সরে এলাম। কিন্তু এটা করে কি পেলাম? সিনেমার অবস্থা কি উন্নত হয়েছে? সিনেমার নিমার্ণ কি বেড়েছে?’ বাপ্পির এই উপলব্ধি জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজকে বেশ আপ্লুত করেছে। তিনি বলেছেন, ‘বাপ্পির প্রতি কোনো দুঃখ নেই আমার। রাগও নেই। ও ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। আমি মনে করি ক্ষমা হচ্ছে সবোর্ত্তম আচরণ। আর সে তো বুঝতে পেরেছে তার হাতে কোনো কাজ নেই এখন। বেকারদের সঙ্গে মিশে সে নিজেও বেকার হয়ে গেছে।’