আন্তজাির্তক পুরস্কার পেল ‘সনাতনগল্প’

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
নানা ঝক্কি-ঝামেলা এবং দীঘর্ প্রতিক‚লতার পথ পেরিয়ে নিমার্ণ শুরু হওয়ার প্রায় ২২ বছর পর মুক্তি পায় মাসুম আজিজ পরিচালিত ‘সনাতনগল্প’ ছবিটি। সরকারি অনুদানের এ ছবিটি গত বছরের ১৯ অক্টোবর দেশের মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেলেও আন্তজাির্তক মহলে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার পেল বেস্ট ক্রিটিক ফিপরেসসি অ্যাডওয়াডর্। শুক্রবার জাতীয় জাদুঘরের মিলনায়তনে সপ্তদশ ঢাকা আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কারের সুনাম অজর্ন করে ছবিটি। এ প্রসঙ্গে মাসুম আজিজ বলেন, ‘এটা খুব বড় একটা পুরস্কার। এই সৌভাগ্য সবার হয় না। আমার জানামতে এই পুরস্কার সত্যজিৎ রায়সহ ভারত বষের্ হাতে গোনা মাত্র কয়েকজন পেয়েছেন। এর আগে ২০১৪ সালে বাংলাদেশের একটি ছবি ফিপরেসসি অ্যাডওয়াডর্ পেয়েছিল। এবার পেল আমার ‘সনাতনগল্প’। আমি সত্যিই অভিভ‚ত। খুব ভালো লাগছে। শুক্রবার ঢাকা আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শাখায় বিজয়ীদের হাতে একধরনের পুতুল দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। কিন্তু আমার বেলায় শুধু সাটিির্ফকেট দেখে বুঝতে পারিনি। পরে অগার্নাইজাররা জানালেন এর গুরুত্ব। ছবিটির সাফল্য পেয়ে অনেক ভালো লাগছে। আমার পরিশ্রম স্বাথর্ক হয়েছে।’ মাসুম আজিজ জানান, আগামী ২০ ফেব্রæয়ারি ভারতের দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদশের্নর জন্য প্রাখথমিকভাবে নিবাির্চত হয়েছে। এ ছাড়া টরেন্টো চলচ্চিত্র উৎসবের জন্য ছবিটি জমা দিয়েছি।